ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে উরুগুয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে উরুগুয়ে ছবি: সংগৃহীত

পর্তুগালের বিপক্ষে শেষ ষোল'র ম্যাচে এদিনসন কাভানির একমাত্র গোলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে উরুগুয়ে।

ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় সতীর্থ লুইস সুয়ারেসের অসাধারণ ক্রস থেকে বল পেয়ে বুলেট গতির হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন এদিনসন কাভানি। ১-০ গোলে এগিয়ে যায় উরুগুয়ে।

দেশের হয়ে এটি কাভানির ৪৪তম গোল। বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল। তার আগে আর মাত্র চারজন উরুগুইয়ান খেলোয়াড়ের এই রেকর্ড আছে যার মধ্যে তার সতীর্থ লুইস সুয়ারস একজন।

শেষ ষোল’র ম্যাচে ৩০ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হয়েছে পর্তুগাল-উরুগুয়ে।

ম্যাচের শুরুতে কাভানির ওই গোলের পর পাল্টা আক্রমণে গিয়েও গোলের দেখা পাননি ক্রিস্টিয়ান রোনালদোরা। উল্টো ২৯ মিনিটে সুয়ারেসের ফ্রি কিক অল্পের জন্য পর্তুগালের জাল মিস করে। ম্যাচে এখন পর্যন্ত ছন্দ খুঁজে পেতে দেখা যায়নি রোনালদোকে।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ