ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের একাদশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের একাদশ ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স দু’দলই শিরোপার দাবিদার। তবে কাগজে-কলমে এগিয়ে রাখা হচ্ছে ফরাসিদেরই। কেননা তরুণ ও অভিজ্ঞদের মিশেলে দিদিয়ের দেশমের দলটি অসাধারণ ব্যালেন্সড। অন্যদিকে লিওনেল মেসি নির্ভর আর্জেন্টিনা গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।

শেষ ম্যাচে অবশ্য আর্জেন্টিনাকে স্বরূপে দেখা যায়। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি আলবিসেলেস্তাদের জন্য ছিল ডু অর ডাই।

আর সেই বাধা পেরোনোয় তাদের নিয়ে ফের সমর্থকরা মেতেছেন।

সাম্প্রতিক পারফরম্যান্স ফ্রান্সকে এগিয়ে রাখলেও আর্জেন্টিনা ইতিহাস দেখে সান্তনা নিতে পারে। কেননা বিশ্বকাপে যে জিনেদিন জিদানের দেশের বিপক্ষে কখনোই হারেনি মেসিরা। এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জয়।

নাইজেরিয়ার বিপক্ষে আক্রমণাত্মক খেলা আর্জেন্টিনা এ ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। কোচ হোর্হে সাম্পাওলি জানিয়েছেন, ফ্রান্সের বিপক্ষে আগ্রাসী হয়েই খেলবেন তার শিষ্যরা।

এদিকে ফ্রান্স দলে আক্রমণ ভাগে এক অলিভার জিরুদ ছাড়া বাকি সবাই তরুণ ও প্রতিভাধর। আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পের সঙ্গে মধ্যমাঠে পল পগবা ১৯৯৮ বিশ্বকাপজয়ীদের ভালো কিছু করার আশা দেখাচ্ছেন। আজকের ম্যাচে প্রথম একাদশে রাখা হয়নি উসমান ডেম্বেলেকে।

আর্জেন্টিনা দলে মেসিকে কেন্দ্র করেই রূপরেখা সাজানো হয়েছে। আগের ম্যাচে একাদশে থাকা গনজালো হিগুয়াইন আজ শুরুর একাদশে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে তরুণ ক্রিস্তিয়ান পাভনকে আজ সাম্পাওলির অন্যতম সেরা অস্ত্র হিসেবে দেখা যাবে।

৩০ জুন বাংলাদেশ সময় রাত ৮টায় কাজান অ্যারেনায় শেষ ষোল'র ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ফ্রান্স।

ফ্রান্সের একাদশ
হুগো লোরিস, বেঞ্জামিন পাভার, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, পল পগবা, আঁতোয়া গ্রিজমান, অলিভিয়ের জিরুদ, কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কান্তে, ব্লেইজ মাতুইদি, লুকাস হার্নান্দেস।

আর্জেন্টিনার একাদশ
ফ্রাংকো আরমানি, গাব্রিয়েল মার্কাদো, মার্কোস রোহো, এনজো পেরেজ, হাভিয়ার মাসচেরানো, নিকোলাস তাগলিয়াফিকো, এভার বানেগা, নিকোলাস ওতামেন্দি, আনহেল ডি মারিয়া, ক্রিস্তিয়ান পাভন, লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ