ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

কুতিনহোকেই ‘ব্রাজিলের সেরা’ বলছেন মেক্সিকো কোচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
কুতিনহোকেই ‘ব্রাজিলের সেরা’ বলছেন মেক্সিকো কোচ মাঠে কুতিনহো। ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া বিশ্বকাপের ‘সুপার সিক্সটিনে’ ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মেক্সিকো। নকআউটের এই লড়াইয়ে সেলকাও দলের সমর্থকরা সবাই নেইমারের দিকে তাকিয়ে থাকলেও মেক্সিকো কোচ ভাবনায় আছেন আরেকজনকে নিয়ে। তার মতে, মাঝমাঠের প্রাণভোমরা ফিলিপে কুতিনহোই ‘সবচেয়ে বিপজ্জনক’ হয়ে উঠতে পারেন মেক্সিকোর জন্য।

আগামী ২ জুলাই রাতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নামবে মেক্সিকোর বিরুদ্ধে। তার আগে শুক্রবার (২৯ জুন) সংবাদ সম্মেলনে কথা বলছিলেন উত্তর আমেরিকান দলটির কোচ হুয়ান কার্লোস ওসোরিও।

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের সময় ব্রাজিলিয়ান কোচ তিতের সঙ্গে আলাপের বিষয়টি তুলে ধরে মেক্সিকো কোচ বলেন, ‘সে সময়ে তিতে আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি তার দলের সেরা খেলোয়াড় হিসেবে কাকে বিবেচনা করি। তখন তাকে বলেছিলাম, বাকিদের চেয়ে কুতিনহোই সেরা। ’

তবে নেইমার, উইলিয়ান ও ডগলাস কস্তাদের আক্রমণের সামর্থ্য নিয়েও সন্দিহান নন ওসারিও। কিন্তু তিনি মনে করেন কুতিনহোর খেলা ভিন্ন, ‘সে এমনই একজন খেলোয়াড়, যে কি-না মিডফিল্ডের যে কোনো জায়গায় বা আরও এগিয়ে খেলতে পারে। ’

‘ব্রাজিলের জন্য কুতিনহো সত্যিই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাকে আমাদের নজরে রাখতে হবে,’ যোগ করেন ওসোরিও।

ব্রাজিল তারকা স্ট্রাইকার নেইমার প্রসঙ্গে মেক্সিকান কোচ বলেন, ‘নেইমার ব্রাজিল দলের মনোযোগের কেন্দ্র। খেলার বিপজ্জনক মুহূর্তে সে যখন খেলে, অধিকাংশ মানুষ তখন তার দিকেই নির্ভরতার চোখে তাকিয়ে থাকে। তবে আমরা ভাবছি কুতিনহোকে নিয়েই। ’

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ