ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

ব্রাজিল ২, আর্জেন্টিনা ০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
ব্রাজিল ২, আর্জেন্টিনা ০ ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচের একটি মুহূর্ত

রাশিয়ায় চলছে ফুটবলের বিশ্ব আসর। দুনিয়াব্যাপী মানুষ কাঁপছে ফুটবলজ্বরে। তবে বাংলাদেশের মতো ফুটবল উন্মাদনা নেই অন্য কোথাওই। নিজ দেশ ফুটবলের বিশ্বমঞ্চে না খেললেও এ দেশের হাটে-মাঠে-ঘাটে সবখানে এখন ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক লেগেই রয়েছে।

বিশ্বকাপ উপলক্ষে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ বিভিন্ন দলের সমর্থনে মেতে উঠেছেন, তবে অধিকাংশই বিভক্ত আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থনে। প্রিয় দলের পক্ষে চলছে কথার লড়াই।

তবে শুধু কথার লড়াইয়েই সীমাবদ্ধ নেই ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকর। কক্সবাজারের আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থক সাংবাদিকরা নেমে পড়েছিলেন মাঠের লড়াইয়েও।

শুক্রবার বিকেলে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক সাংবাদিকরা। দুই দলই দুর্দান্ত খেললেও হেরে গেছে আর্জেন্টিনার সমর্থক দল। ২-০ গোলে জয়ী  হয়েছেন ব্রাজিল সমর্থকরা। খেলার ফলাফল যাই হোক উভয় দলের পারফরম্যান্স উপভোগ করেছেন কক্সবাজারবাসী।
আর্জেন্টিনা বিপক্ষে প্রীতি ম্যাচে জয়ী ব্রাজিল দলসাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সাংবাদিকদের এই প্রীতিম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন ক্রীড়া সচিব মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সহ-সভাপতি রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য সিনিয়র সাংবাদিক অ্যাড. আয়াছুর রহমান ও মোহাম্মদ মুজিবুল ইসলাম প্রমুখ।

প্রীতি ম্যাচটির প্রথমার্ধে ব্রাজিল দলের অধিনায়ক ওমর ফারুক হিরু গোল করে দলকে এগিয়ে নেন। প্রাণপণ চেষ্টা করেও প্রথমার্ধে সেই গোল শোধ করতে পারেনি আর্জেটিনা সমর্থক দল।  

দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একটি দৃষ্টিনন্দন গোল করেন ব্রাজিল সমর্থক দলের ফরোয়ার্ড আজিজ রাসেল। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত গোল পরিশোধে মরিয়া হয়েও কোনো গোল করতে পারেননি আর্জেন্টিনা সমর্থক দলের খেলোয়াড়রা। ব্রাজিলের ডিফেন্ডারদের প্রতিরোধের মুখে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়।  

খেলায় বিজয়ী ব্রাজিল সমর্থক দলের পক্ষে দুর্দান্ত খেলেন বিপ্লব কান্তি দে সুরেশ, এমআর মাহবুব, ওমর ফারুক হিরু, মুহিবুল্লাহ মুহিব। রক্ষণভাগ চমৎকারভাবে আগলে রাখেন আবদুল আজিজ, সরওয়ার আজম মানিক ও সাইফুল ইসলাম। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক দলের পক্ষে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন আইয়ুবুল ইসলাম, মো. তারেক, শাহেদ মিজান। তবে বিশ্বকাপে খেলা আর্জেন্টিনার মূল দলের মতোই আর্জেন্টিনা সমর্থক দলের রক্ষণভাগ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় ম্যাচটি তাদের হারতে হয়েছে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সালেক সোহেল। সহকারী রেফারি ছিলেন মো. সালাম ও আবু বকর ছিদ্দিক।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
টিটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ