ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

ফুটবল খেললেন পুতিন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
ফুটবল খেললেন পুতিন পুতিন বল এগিয়ে দিলেন ফিফা প্রধানের কাছে, আর তিনি বলে কিক নিচ্ছেন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া বিশ্বকাপের উদ্দীপনায় কাঁপছে গোটা বিশ্ব। আয়োজক দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আক্রান্ত এ জ্বরে। ফিফার প্রধান গিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে ফুটবল পিচে খেলতে নেমে যেন তারই জানান দিলেন বিশ্বের অন্যতম পরাক্রমশালী এ প্রেসিডেন্ট।

সেখানে প্রথমে, ফিফা স্পনসরের প্যাভিলিয়ন, যেখানে বিশ্বকাপ বিজয়ী ট্রফি প্রদর্শিত হয়েছিল তা ঘুরে দেখেন পুতিন এবং ইনফান্তিনো। পরে মস্কোর রেড স্কায়ারের ফুটবল পার্ক পরিদর্শন করেন তারা।

এসময় পার্কে ফুটবল দক্ষতা প্রদর্শনের সুযোগ পান পুতিন ও ফিফা প্রধান।

এক পর্যায়ের তারা সেখানে ফুটবল খেলায় মেতে উঠেন। উভয়পক্ষ ১-১ গোলে খেলা চালিয়ে যাচ্ছিলেন। পরে পুতিন বলটি দিয়েছিলেন ইনফান্তিনোর কাছে। আর তখন গোল করার চেষ্টায় ইনফান্তিনো বলে কিক করতেই ইয়ং গোলকিপার বলটি আটকে দেন। তাই আর গোল হয়নি, ১-১ গোলেই ড্র হয় খেলাটি। এরপর বাচ্চাদের সঙ্গে কিছু সময় খেলা করেন প্রেসিডেন্ট পুতিন।

**খেলার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন**

খেলায় সাবেক ব্রাজিল স্ট্রাইকার ও ফুটবল কিংবদন্তি রোনালদোর মতো দেখা যাচ্ছিলো পুতিনকে।

ফরমাল পোশাক পরেই বলে কিক করছিলেন ‘ক্ষমতাধর’ এ প্রেসিডেন্ট।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ