ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

পওলিনিহোর গোলে এগিয়ে গেলো ব্রাজিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
পওলিনিহোর গোলে এগিয়ে গেলো ব্রাজিল পওলিনিহোর গোলের সেই মুহূর্ত

শুরু থেকেই আক্রমণে যায় ব্রাজিল। তাতে সুযোগও তৈরি হয় নেইমার-কুতিনহোদের। তবে ম্যাচের ৩৬ মিনিটে সে সুযোগ কাজে লাগান পওলিনিহো। তাতে সার্বিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে প্রথমার্ধেই এগিয়ে গেলো ব্রাজিল।

কুতিনহোর বাড়িয়ে দেওয়া বল আলতো ছোঁয়ায় সার্বিয়ার গোলরক্ষক সোকোভিচকে পরাস্ত করে জালে বল জড়িয়ে স্বভাবসুলভ গোলটি উপহার দেন পওলিনিহো। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরেকটি গোলের সুযোগ হাতছাড়া করেন নেইমার।



বিশ্বকাপের ২১তম আসরে প্রতিপক্ষের জালে চারবার বল জড়িয়েছে সেলেকাওরা। এর মধ্যে তিনটিতে অবদান রয়েছে কুতিনহোর। যার মধ্যে দু’টি সরাসরি, একটি অ্যাসিস্ট।

ম্যাচের ১০ মিনিট পার হতেই ইনজুরি আক্রান্ত ডিফেন্ডার মার্সেলোকে তুলে নেন ব্রাজিল কোচ তিতে। বদলি হিসেবে মাঠে নেমেছেন ফিলিপে লুইস। মার্সেলোর অনুপস্থিতি ভালভাবেই সামলে উঠেছেন নেইমাররা।

প্রথমার্ধে ৫৮ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে সক্ষম হয় ব্রাজিল। তবে খেলার ৩৪ মিনিটে গোলের সুযোগ মিস করে সার্বিয়া। আর ৩৩ মিনিটে নেইমারকে ফাউল করে খেলার প্রথম হলুদ কার্ড হজম করেন লাজিক।

ব্রাজিলের একাদশ
আলিসন, থিয়াগো সিলভা, মিরান্দা, কাসেমিরো, গাব্রিয়েল জেসুস, নেইমার, ফিলিপে কুতিনহো, মার্সেলো, পাওলিনহো, উইলিয়ান, ফাগনার।  

সার্বিয়ার একাদশ
ভ্লাদিমির স্তোয়কোভিচ, আন্তোনিও রুকাভিনা, আলেকসান্দর মিত্রোভিচ, দুসান তাদিচ, আলেকসান্দর কোলারভ, মিলোস ভেলিকোভিচ, সের্গেই মিলিনকোভিচ, কোস্তিচ, সার্গেই, নেমানিয়া মাতিচ, আদেম লিয়াইয়িচ।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ