ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

৮০ বছর পর জার্মানির এমন বিদায়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
৮০ বছর পর জার্মানির এমন বিদায় ছবি: সংগৃহীত

৮০ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরুতে পারলো না জার্মানি। রাশিয়া বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় নিল বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ ১৯৩৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি।

চলমান আসরটি জার্মানির জন্য প্রথম থেকে সুখবর বয়ে আনেনি। প্রথম ম্যাচেই তারা মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হেরে যায়।

দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে ২-১ গোলে জিতে আশা টিকিয়ে রাখে। কিন্তু শেষটা হলো জঘন্য।

এর আগে ১৯৩৮ সালে ফ্রান্স বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল জার্মানি। এরপর ১৯৫০ সাল ছাড়া প্রতিটি আসরেই অন্তত দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিল বিশ্বকাপের অন্যতম সফল এই দলটি। ১৯৫০ ব্রাজিল আসরে জার্মানিকে বহিস্কার করা হয়েছিল ফিফা কতৃক।

এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সর্বশেষ ২০১৪ সালে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে প্রথম রাউন্ডে বাদ পড়লো জার্মানি। ২০১৪ আসরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে চতুর্থ শিরোপা জিতেছিল জার্মানি।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ২৭ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ