ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

প্রথমার্ধে জার্মানিকে আটকে রাখলো দ.কোরিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
প্রথমার্ধে জার্মানিকে আটকে রাখলো দ.কোরিয়া ছবি: সংগৃহীত

ম্যাচের প্রথমার্ধ বল পজিশনে এগিয়ে ছিল জার্মানি। কিন্তু দক্ষিণ কোরিয়ার রক্ষণের দেয়াল ভাঙতে পারেনি তারা। উল্টো এশিয়ান জায়ান্টরা বড় কয়েকটি আক্রমণ রচনা করে জার্মানির বুকে কাঁপন ধরিয়ে দেয়। তবে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততেই হবে এমন সমীকরণে মাঠে নামে জার্মানি। তবে শুধু জিতলেই চলবে না।

তাকিয়ে থাকতে হবে একই সময়ে চলা মেক্সিকো বনাম সুইডেনের ম্যাচের দিকে। সে ম্যাচে জার্মানরা প্রার্থণা করবে সুইডেন যেন মেক্সিকোর কাছে হেরে যায়।

এদিকে ‘এফ’ গ্রুপ থেকে আগেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা। আর জার্মানি প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে হারের পর সুইডেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কষ্টার্জিত জয় পায়।

কাজান এরিনায় বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয় জার্মানি ও দক্ষিণ কোরিয়া।

নিচে দু’দলের শুরুর একাদশ দেয়া হলো: 

জার্মানি: মানুয়েল নুয়্যার, ইয়োনাস হেক্টর, ম্যাটস হুম্মেলস, সামি খেদিরা, টনি ক্রুস, টিমো ভার্নার, মেসুত ওজিল, মার্কো রিউস, লিওন গোরেৎস্কা, নিকলাস সুলে, জশোয়া কিম্মিচ। ।

দক্ষিণ কোরিয়া: চো হায়েঅনউ, লি ইয়ং, উয়ুন ইয়েওংসেওন, সন হেউংমিন, কু জাচিওল, হং চুল, জিয়ং উ ইয়ুং, লি জায়েসুং, মুন সানমিন, কিম ইয়াংগুওন, জাং হিউনসু।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৭ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ