ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

অসাধারণ শারীরিক গড়নের জন্যই বিশ্বকাপে নেইমার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
অসাধারণ শারীরিক গড়নের জন্যই বিশ্বকাপে নেইমার ছবি: সংগৃহীত

গত মৌসুমে বড় ধরনের ইনজুরি সত্ত্বেও অসাধারণ শারীরিক গড়নে আর দ্রুত সুস্থ হওয়ার সক্ষমতার কারণেই রাশিয়া বিশ্বকাপে খেলতে পারছেন নেইমার। ব্রাজিলের কোচ তিতে তার প্রিয় শিষ্যকে প্রশংসা করে এমন কথা বলেছেন।

প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে খেলতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন নেইমার। তবে ঠিক সময়ে সেরে উঠে দলকে রাশিয়া বিশ্বকাপে লড়তে সহায়তা করায় কোচের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন সাবেক বার্সা তারকা।

নেইমারের প্রশংসা করে সার্বিয়া ম্যাচের আগে তিতে বলেন, ‘বর্তমানে, নেইমার স্থির অবস্থানে আছে এবং নিশ্চিতভাবে সেরে উঠছে। কারণ সে এমন একজন খেলোয়াড় যে শারীরিকভাবে অসাধারণ, নইলে সে এখানে আসতে পারতো না। ’

বুধবার (২৭ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ব্রাজিল কোচ তিতে ভাল করেই জানেন সার্বিয়া সহজ প্রতিপক্ষ নয়।

সার্বিয়া দলটিকে নিয়ে তিতের ভাবনা, ‘তাদের (সার্বিয়া) বড় দুটি বৈশিষ্ট্য হচ্ছে, তারা ভাসিয়ে খেলতে পারে এবং তাদের ভাল ব্যক্তিসামর্থ্য আছে। ’

সবশেষে কোস্টারিকার বিপক্ষে ৯৬ মিনিটে গোল করে নেইমারের কান্নায় ভেঙে পড়া নিয়ে সমালোচনার জবাবে তার পাশে দাঁড়িয়ে তিতে বলেন, ‘ইকুয়েডরের বিপক্ষে আমার প্রথম ম্যাচে আমি কেঁদেছিলাম। ’

‘আমি যখন পরে আমার স্ত্রীকে ফোন করি তখনও আমি কেঁদে ফেলি, আবেগের সাথে তখন গর্বও জড়িয়ে ছিল। ’

‘কান্না খুবই স্বাভাবিক বিষয়, আমাদের অবশ্যই উদ্দেশ্য এবং আবেগের মধ্যে ব্যালেন্স করতে হবে। ‘

বাংলাদেশ সময় রাত ১২ টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন নেইমাররা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৮

এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ