ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

ইতিহাসের সবচেয়ে বয়স্ক একাদশে আর্জেন্টিনা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
ইতিহাসের সবচেয়ে বয়স্ক একাদশে আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপে টিকে থাকার এ ম্যাচে নিজেদের ইতিহাসের সবচেয়ে বয়স্ক দল মাঠে নামিয়েছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি।

আর্জেন্টিনা একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়দের গড় বয়স ৩০ বছর ১৮৯ দিন।  

দুদিন আগে নিজের একত্রিশতম জন্মদিন পালন করেছেন লিওনেল মেসি।

দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানোর বয়স ৩৪ বছর।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র এবং পরবর্তী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হতাশাজনক হারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে পরার আশঙ্কায় রয়েছে মেসির আর্জেন্টিনা।

এ ম্যাচে জিতলেই কেবল বিশ্বকাপে টিকে থাকার আশা জিইয়ে থাকবে আলবিসিলেস্তেদের। অন্যদিকে ডি গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার ফলাফলের দিকেও তাদের তাকিয়ে থাকতে হবে। তবে ইতোমধ্যে মেসির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ২৭ জুন, ২০১৮
এমজেএফ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ