ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

মেসিদের সাক্ষাৎ পাচ্ছেন না ম্যারাডোনা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
মেসিদের সাক্ষাৎ পাচ্ছেন না ম্যারাডোনা দিয়েগো ম্যারাডোনা। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে শুধু জয় পেলেই হবে না শেষ ষোলোতে উঠতে হলে আরো সমীকরণের জটিল অংক রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনার সামনে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে দলের ভরাডুবির পরই মেসিদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। কিন্তু তার আবেদন খারিজ করে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

উত্তরসূরিদের চাঙ্গা করতে ও আত্মবিশ্বাস দিতে আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বজয়ী দলের সদস্যদের নিয়ে মেসিদের অনুশীলনে যেতে চেয়েছিলেন ম্যারাডোনা।

মেসিদের মানসিক অবস্থা বিবেচনা করেই তাদের উজ্জীবিত করতে চেয়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপের নায়ক। কিন্তু তার আবেদনকে গুরুত্ব দেয়নি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

আবেদন খারিজ হওয়ায় ম্যারাডোনা কড়া কথাও শুনিয়ে দিয়েছেন ফেডারেশনের সভাপতিকে। ছাড়েননি কোচ হোর্হে সাম্পাওলিকেও।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১৮

এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ