ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

ব্রাজিল ফুটবলের অংশ নন নেইমারের বাবা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
ব্রাজিল ফুটবলের অংশ নন নেইমারের বাবা নেইমার ও তার বাবা। ছবি: সংগৃহীত

এখনো নিশ্চিত নয় ব্রাজিলের নকআউট পর্ব। দলের তারকা ফুটবলার নেইমারকেও পাওয়া যাচ্ছে না পুরোপুরি ছন্দে। নেইমারের এমন ঢিলেঢালা পারফরম্যান্সের কারণ হিসেবে বেরিয়ে এসেছে বাবার তার সঙ্গে মাঠে না থাকা।

অনেকেরই ধারণা, নেইমারের জীবনযাপন ও ক্যারিয়ারের বেশিরভাগ সিদ্ধান্ত তার বাবাই নিয়ে থাকেন।  কেউ কেউ বলছেন, বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে যাওয়াও বাবার সিদ্ধান্তেই নিয়েছিলেন নেইমার।

 সেই বাবাই তার সঙ্গে যেতে পারছেন না মাঠে।  যদিও রাশিয়াতেই আছেন তিনি।

যেহেতু নেইমারের সঙ্গে একই হোটেলে উঠেছেন তার বাবা।  যাচ্ছেন ছেলের অনুশীলনেও।  তাই প্রথমে ধারণা করা হয়েছিলো ব্রাজিল ফুটবল ফেডারেশনের অংশ হিসেবেই হয়তো রাশিয়া আছেন নেইমারের বাবা।  কিন্তু ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নেইমারের বাবা ফেডারেশনের অংশ নয়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৮

এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ