bangla news

আর্জেন্টিনার সামনে কঠিন সমীকরণ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-২৫ ৯:৪৭:১৯ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলেই বিদায় শঙ্কায় ভুগছে আর্জেন্টিনা। তৃতীয় ম্যাচে নাইজেরিয়াকে তাই হারাতেই হবে। শুধু হারালেই হবে না, অপেক্ষা করতে আরও কিছু সমীকরণ মেলানোর।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরে যাওয়ায় গ্রুপের শেষ তথা চতুর্থ স্থানে আছে আর্জেন্টিনা। আর টানা দুই ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে শীর্ষে থাকা ক্রোয়াশিয়া। কিন্তু, বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত এতো দ্রুতই প্রিয় দলের বিদায় দেখতে চাইবে না এটাই স্বাভাবিক।

মেসিদের দলীয় চাপ কমাতে সাময়িক বিরতি দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই ফাঁকে টিকে থাকার এক রসদ উপহার পেয়েছেন মেসিরা। শুক্রবার (২২জুন) আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে যায় নাইজেরিয়া। আর এই ম্যাচের পরই গ্রুপ এখন উন্মুক্ত হয়ে পড়েছে। এই নাইজেরিয়ার বিপক্ষেই শেষ ম্যাচে জিততে হবে আর্জেন্টিনাকে। তবে সাথে থাকছে আরও কিছু হিসেব।

আর্জেন্টিনাকে পরের পর্বে যেতে হলে যা ঘটতে হবে-

•   নাইজেরিয়াকে হারাতে হবে আর্জেন্টিনার।
•   আইসল্যান্ডের বিপক্ষে জয় অথবা ড্র করতে হবে ক্রোয়েশিয়াকে।

কিংবা 
•   নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে
•   আইসল্যান্ডকে হারাতে হবে ক্রোয়েশিয়াকে।
•   আইসল্যান্ডের চেয়ে স্পষ্ট দুই গোলে এগিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে।

সংক্ষেপে, নাইজেরিয়ার বিপক্ষে হারলেই বিদায় ঘণ্টা বাজবে মেসিদের।

আর যদি আর্জেন্টিনা পরের পর্বে তথা শেষ ষোলতে যেতে সক্ষম হয় তাহলে গ্রুপ ‘সি’র শীর্ষ দল ফ্রান্স কিংবা ডেনমার্কের মোকাবেলা করতে হবে তাদের। 

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এমএইচএম/এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ফিফা বিশ্বকাপ ২০১৮ আর্জেন্টিনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2018-06-25 09:47:19