ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপে দ্বিতীয় হ্যাট্রিক কেইনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
বিশ্বকাপে দ্বিতীয় হ্যাট্রিক কেইনের ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন

ঢাকা: বিশ্বকাপের ২১তম আসরে দ্বিতীয় হ্যাট্রিক করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। যদিও তৃতীয় গোলের সময় বলটি ‘অনিচ্ছাকৃত’ তার পায়ে লাগে। আর বাকি গোল দু’টি আসে পেনাল্টি থেকে। 

এর আগে গত ১৫ জুন স্পেনের বিপক্ষে বিশ্বকাপের এবারের আসরের প্রথম হ্যাট্রিক করেন ক্রিস্টিয়ানো রোনালদো।  

হ্যাট্রিকের পথে ২২ ও ৪১ মিনিটে পেনাল্টি ও ৬২ মিনিটে গোল তিনটি করেন কেইন।

পানামার বিপক্ষে তার হ্যাট্রিকের ম্যাচে ইংলিশরা ৬-১ গোলে জয় পেয়েছে। এই জয়ে শেষ ষোল প্রায় নিশ্চিত করলো ইংল্যান্ড। আর প্রথমবার বিশ্বমঞ্চে এসে গ্রুপ পর্বেই থামতে হলো মধ্য আমেরিকার দেশটিকে।

বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে কেইনের আগে ১৯৬৬ সালে জিওফ হার্ট ও ১৯৮৬ সালে গ্যারি লিনেকারের হ্যাট্রিকের ইতিহাস রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ