bangla news

মেসির জন্মদিনে ভালোবাসার যে বার্তা দিলেন রোকুজ্জো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-২৪ ৬:২৯:২৬ এএম
মেসির পারিবারিক ছবি/

মেসির পারিবারিক ছবি/

সবদিকেই বইছে আর্জেটিনার সমালোচনা। বিশেষ করে বেশি সমালোচনা সহ্য করতে হচ্ছে দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে। এতো সমালোচনার ভিড়ে একজন সব সময় তার পাশে রয়েছেন ছায়ার মতো হয়ে। তিনি আর কেউ নন, সহধর্মীনি আন্তনেল্লা রোকুজ্জো।

১৯৮৭ সালের এই দিনে (২৪ জুন) রোজারিও শহরের জন্মেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তার ৩১তম জন্মদিনে উপলক্ষে ইনস্ট্রাগ্রামে বেশ কিছু পারিবারিক ছবি পোস্ট করেছেন রোকুজ্জো। প্রতিটি ছবির একটি করে হৃদয়স্পর্শী ভালোবাসার বার্তা লিখেছেন। 

..."শুভ জন্মদিন, আমরা তোমাকে অনেক ভালোবাসি!!!”

...“ধন্যবাদ আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী করার জন্য এবং এতো সুখী একটা পরিবার দেওয়ার জন্য।”

...“আশা করছি তুমি আজ খুবই খুশি, আমার ভালোবাসা সবসময় তোমার জন্য থাকবে।”

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসির দল এই বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের ব্যবধানে হারে। ফলে শেষ ষোলতে যাওয়া নিয়ে শঙ্কায় পড়তে হয়েছে ৯২ সালে বিশ্বকাপ জয়ী এ দলকে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে জয়ের কোনো বিকল্প নেই আর্জেন্টিনার সামনে। আর জয় পেতে হলে নিজের শতভাগ ঢেলে দিতে হবে বার্সা তারকা মেসিকে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এসএইচ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2018-06-24 06:29:26