ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ফিফা বিশ্বকাপ ২০১৮

মেসিকে নয়, আর্জেন্টিনা দলকে দুষলেন স্পেন কোচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১২, জুন ২৪, ২০১৮
মেসিকে নয়, আর্জেন্টিনা দলকে দুষলেন স্পেন কোচ .

ঢাকা: রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা যেন এক হতাশার নাম। নিজেদের প্রথম ম্যাচে ড্র করে কিছুটা আশার সলতে জিইয়ে রেখেছিল দলটি। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর ক্ষীণ আশাও উবে যায় কর্পূরের মতো। 

বিধ্বস্ত আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে মাঠে, বাইরে সবখানে। লিওনেল মেসিকে নিয়েও দুঃখ, ক্ষোভ আর সমালোচনা ঝেড়েছেন অনেকেই।

কেননা এ তারকার কাছে সমর্থক কিংবা ফুটবলপ্রেমী সবারই একটু বাড়তিই প্রত্যাশা থাকে।

আর্জেন্টিনার প্রাণভোমরা মেসি যখন সমালোচনার কাঠগড়ায়। ঠিক সে সময়টাতেই তার পাশে দাঁড়ালেন স্পেনের কোচ ফার্নান্দো হিয়েরো। তার মতে, ফুটবল একটা দলগত খেলা। আর্জেন্টিনার বিপর্যয়ের জন্য শুধু মেসিকেই দোষারোপ করা ঠিক হবে না।

তার মতে, বিশ্বকাপে আর্জেন্টিনার লড়াইটা দলগত। শুধু মেসির একার নয়।

স্পেন কোচের মতে, খেলায় যে কোনো কিছুই হতে পারে। ভালো কিংবা খারাপ। পুরোটাই দলগত ব্যাপার। যদি তা না হয়, তবে টেনিস খেলাই ভালো।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা, আমরা কিংবা যে কোন দলকেই ভালো বা খারাপ যাই হোক দলগতভাবে একটা লক্ষ্যের জন্য লড়াই করতে হয়।

‘অবশ্যই অনেকে আছে। যারা ব্যক্তিগতভাবে অনেক পুরস্কার জিতেছেন। তাদের প্রতি সবার নজরও থাকবে। ’

আর্জেন্টিনা দল সম্পর্কে হিয়েরো বলেন, আপনি দেখবেন আর্জেন্টিনায় অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে। ক্লাবগুলোতে তাদের যথেষ্ট গুরুত্বও আছে।  

‘খেলাটা যৌথভাবে হতে হবে,’ বলেন তিনি।     

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ