ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

টোইভোনেনের গোলে এগিয়ে গেলো সুইডেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
টোইভোনেনের গোলে এগিয়ে গেলো সুইডেন ছবি: সংগৃহীত

ম্যাচের ৩২ মিনিটে বুক দিয়ে বল ঠেকিয়ে দারুণ দক্ষতায় জার্মান গোলরক্ষক মানুয়েল নুয়্যারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দিয়ে সুইডেনকে ১-০ গোলে এগিয়ে দিলেন সুইডিশ স্ট্রাইকার টোইভোনেন।

২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য রাশিয়া বিশ্বকাপ ভিন্নরূপে ধরা দিয়েছে। গ্রুপ পর্বের শুরুতেই মেক্সিকোর বিপক্ষে হেরে বাজেভাবে শুরু হয়েছে ওজিলদের বিশ্বকাপ।

আজকের ম্যাচে হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা জার্মান শিবিরে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ জিতে সুবিধাজনক অবস্থানে আছে সুইডেন। শীর্ষে থাকা মেক্সিকো টানা ২ ম্যাচ জিতে পুরো ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোল’র দ্বারপ্রান্তে সুইডিশরা।

বাংলাদেশ সময় রাত ১২ টায় সোচিতে গ্রুপ ‘এফ’র ম্যাচে মুখোমুখি হয়েছে জার্মানি-সুইডেন। জার্মানির একাদশে আজ রাখা হয়নি আর্সেনাল মিডফিল্ডার মেসুত ওজিলকে।

জার্মানির একাদশ

মানুয়েল নুয়্যার, ইয়োনাস হেক্টর, ইউলিয়ান ড্রাক্সলার, টনি ক্রুস, টিমো ভার্নার, মার্কো রিউস, টমাস ম্যুলার, আন্তোনিও রুডিগার, জেরোমে বোয়াটেং, জশোয়া কিম্মিচ, সেবাস্টিয়ান রুডি।  
 
সুইডেনের একাদশ

রবিন ওলসেন, মিকায়েল লুস্টিগ, ভিক্টর লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাংকভিস্ট, লুডোভিগ আগুস্টিনসন, সেবাস্টিয়ান লারসন, আলবিন একডাল, মার্কাস বার্গ, এমিল ফোর্সবার্গ, ভিক্টর ক্লায়েসন, ওলা টোইভোনেন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ