ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

আর্জেন্টিনাকে হারাতে আত্মবিশ্বাসী নাইজেরিয়া

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
আর্জেন্টিনাকে হারাতে আত্মবিশ্বাসী নাইজেরিয়া নাইজেরিয়ান কোচ গারনত রোর। ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়া বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনাকে আবার হারাতে আস্থা আছে নাইজেরিয়ান কোচ গারনত রোরের। সম্প্রতি আর্জেন্টিনাকে হারানোর উল্লাস স্মর‌ণ করে শনিবার ( ২৩ জুন) তিনি এ কথা বলেছেন।

গুরুত্বপূর্ণ আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ দু’দলেরই ‘বাঁচা-মরার’। যেদল হারবে তারই বিদায় ঘণ্টা বেজে যাবে এ আসর থেকে।

এদিকে, আইসল্যান্ডকে টপকিয়ে নাইজেরিয়ার জয়ে আশার আলো দেখতে পায় আর্জেন্টিনা। এখন নাইজেরিয়াকে যদি আর্জেন্টিনা হারাতে পারে তবে তাদের সেই আলোর ক্ষমতা প্রশস্ত হবে অনেকটা।

তারপর আবার আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া যদি জিতে বা ড্র করে, তাহলেই নকআউটপর্বে যাওয়ার সুযোগ হবে আর্জেন্টাইনদের।

আর এমন ‘বাঁচা-মরার’ লাড়াইয়ে ২৬ জুন রাত ১২টায় সেন্ট পিটার্সবার্গে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচটি জিততে কম মরিয়া নয় মুসার নাইজেরিয়াও। কেননা এই ম্যাচ হারলে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে গারনত রোরের দলেরও। আর এ জন্যই গারনত আত্মবিশ্বাসী হয়ে টুইটে আর্জেন্টিনাকে হারানোর এমন সাহস দেখালেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ