ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

আর্জেন্টিনার জালে ক্রোয়েশিয়ার দ্বিতীয় গোল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ২১, ২০১৮
আর্জেন্টিনার জালে ক্রোয়েশিয়ার দ্বিতীয় গোল ছবি: সংগৃহীত

রিয়াল তারকা লুকা মদ্রিচের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় নিঝনি নভগোরদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।

ম্যাচের ৫৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার রেবিচ। আর্জেন্টিনার গোলরক্ষক উইলি কাবাইয়েরোর ভুলে বল পেয়ে যান রেবিচ।

এতো সহজ সুযোগ মোটেই হাতছাড়া করেন নি ফিউরেন্তিনার এই ফরোয়ার্ড। এই গোলে একটা রেকর্ড গড়ে ফেলেছে ক্রোয়েটরা। টানা ৬ বিশ্বকাপ ম্যাচে গোল করে অনন্য এই রেকর্ডে নাম লিখিয়েছে ক্রোয়েশিয়া।

এরপর রিয়াল তারকা লুকা মদ্রিচের ৮০ মিনিটের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আর্জেন্টিনার দুর্বল রক্ষণকে কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ার অধিনায়ক।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ