ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

অনুশীলনে নেই নেইমার, শঙ্কায় ব্রাজিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
অনুশীলনে নেই নেইমার, শঙ্কায় ব্রাজিল নেইমার

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে চোট পাওয়ায় দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন ব্রাজিল তারকা নেইমার। কেবল তিনিই নন, সোমবারের অনুশীলনে ছিলেন না দলের আরো দুই খেলোয়াড় পাওলিনহো ও থিয়াগো সিলভা। তবে স্কোয়াডের বাকি ২০ সদস্য নিয়মিত অনুশীলনে যোগ দিয়েছেন।

ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় প্যারিস সেইন্ট জার্মেইয়ের তারকা নেইমার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে দশবার কড়া ট্যাকলের শিকার হন। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে আঘাত পাওয়ার কারণেই অনুশীলনে ছিলেন না নেইমার।

 

আগামী শুক্রবার (২২ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে দলের প্রাণভোমরা নেইমারকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যাবে কিনা তাই নিয়ে শঙ্কায় ব্রাজিল শিবির।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ