ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

রোনালদোর জোড়া গোলে এগিয়ে পর্তুগাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
রোনালদোর জোড়া গোলে এগিয়ে পর্তুগাল ছবি: সংগৃহীত

প্রথম গোল পেনাল্টি থেকে। দ্বিতীয় গোলে আর ভাগ্যের ছোয়া নয়, প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ডি-বক্সের সামান্য বাইরে থেকে করা তার নিচু হয়ে আসা জোরালো শট ঠেকাতে ব্যর্থ হন স্পেনের গোলরক্ষক ডেভিড ডি গিয়া। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল।

পেনাল্টি থেকে মাত্র তিন মিনিটেই রোনালদোর দেয়া প্রথম গোলের জবাব দেন স্পেন তারকা দিয়েগো কস্তা। পর্তুগালের রক্ষণে বল দখলের লড়াইয়ে পেপেকে হারিয়ে বলের দখল নিয়ে জোর শটে গোল করে স্পেনকে সমতায় ফেরান কস্তা।

তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল।

স্পেনের একাদশ:
ডেভিড ডি গিয়া, নাচো মোনরিয়াল, সার্জিও রামোস, জেরার্ড পিকে, জর্দি আলবা, কোকে, সার্জিও বুসকুয়েটস, আন্দ্রে ইনিয়েস্তা, দাভিদ সিলভা, ইসকো ও দিয়েগো কস্তা।

পর্তুগালের একাদশ:
রুই পাত্রিসিও, সেদ্রিক সোয়ারেস, পেপে, হোসে ফন্তে, রাফায়েল গেরেইরো, ব্রুনো ফার্নান্দেস, উইলিয়াম কারভালহো, জোয়াও মুতিনহো, বার্নারদো সিলভা, গনসালো গেদেস ও ক্রিস্টিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ