ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

দণ্ডাদেশ ও বরখাস্তের কাঁটা নিয়ে নামছে পর্তুগাল-স্পেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
দণ্ডাদেশ ও বরখাস্তের কাঁটা নিয়ে নামছে পর্তুগাল-স্পেন স্পেন-পর্তুগালের মধ্যকার ম্যাচের ফাইল ছবি

রাশিয়া বিশ্বকাপের আজ দ্বিতীয় দিন। দিনের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান ইউরোজয়ী পর্তুগাল। দুই দলই নামছে মাথায় পাহাড়সম চাপ নিয়ে। স্পেন মাঠে নামছে বরখাস্ত প্রধান কোচ হুলেন লোপেতেগিকে ছাড়াই। অন্যদিকে পর্তুগাল মাঠে নামছে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর ২ বছরের কারাদণ্ডের খবর মাথায় নিয়ে।

পরিস্থিতি যেমনই হোক ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন আর পর্তুগালের ম্যাচ মানে দুই শিরোপাপ্রত্যাশীদের লড়াই। যদিও প্রধান কোচ লোপেতেগিকে বরখাস্ত করা নিয়ে টালমাটাল স্পেন দল।

বিশ্বকাপ শুরুর দুই দিন আগে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে লোপেতেগির নাম ঘোষণা করা হয়।

এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্পেন ফুটবল ফেডারেশনের সভাপতি। খেলোয়াড়দের অনুরোধ প্রত্যাখ্যান করে লোপেতেগিকে বিশ্বকাপ শুরুর ঠিক ২৪ ঘণ্টা আগে বরখাস্ত করেন স্পেন ফুটবলের প্রধান কর্তা। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ফার্নান্দো ইয়েরো। ফলে অনেকটা অগোছালোভাবেই মাঠে নামবে স্পেন।

অন্যদিকে করফাঁকির দায়ে পর্তুগালের মহাতারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের বিচারিক আদালত। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে খেলতে নামার ঠিক আগে সিআর সেভেনের বিরুদ্ধে এই দণ্ড ঘোষিত হলো। তবে কোনো ফৌজদারি অপরাধের অতীত না থাকায় শর্তসাপেক্ষে কারাভোগ থেকে রেহাই পাবেন পর্তুগিজ সুপারস্টার।

রাশিয়ার সোচি শহরের অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে স্পেন-পর্তুগাল। বিশ্বকাপ শুরুর আগের হিসেবে এগিয়ে স্প্যানিশরা। সর্বশেষ ২০ ম্যাচে পরাজয়ের স্বাদ পায়নি তারা।

২০১৬ সালের ইউরোজয়ী পর্তুগালের সামনে স্পেন এক অমীমাংসিত রহস্য। সেই ২০০৪ সালে সর্বশেষ স্পেনের বিপক্ষে জয় পেয়েছিলো পর্তুগাল। তবে এবারের পর্তুগাল দলটি বেশ ভারসাম্যপূর্ণ। দলের সেরা তারকা রোনালদোর শেষ বিশ্বকাপ মিশনে জয় পেতে মরিয়া সান্তোসের শিষ্যরা। রিয়াল মাদ্রিদের সতীর্থ রামোস, ইসকো, আসেনসিও, কার্ভাহালদের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে পারবেন রোনালদো, নাকি আরও একবার পরাজিতের খাতায় নাম ওঠাবে পর্তুগাল। দেখতে হলে অপেক্ষা আর মাত্র ঘণ্টাকয়েকের।

স্পেনের সম্ভাব্য একাদশ:
ডেভিড ডি গিয়া, ওদ্রিওসোলা, রামোস, পিকে, আলবা, বুসকুয়েটস, আলকানতারা, ইনিয়েস্তা, সিলভা, ইসকো ও কস্তা।

পর্তুগালের সম্ভাব্য একাদশ:
পাত্রিসিও, সেদ্রিক, পেপে, ফন্তে, গেরেইরো, মুতিনহো, কারভালহো, মারিও, বার্নারদো, গেদেস ও রোনালদো।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ