ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

প্রথমার্ধে গোল করতে ব্যর্থ ইরান-মরক্কো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
প্রথমার্ধে গোল করতে ব্যর্থ ইরান-মরক্কো ছবি: সংগৃহীত

মরক্কোর একের পর এক আক্রমণে পর্যুদস্ত হয়ে পড়েছিলো ইরান। তবে নিজদের সামলে নিয়ে আক্রমণ শানিয়ে যায় ইরান। কিন্তু প্রথমার্ধ শেষে গোল পায়নি কোন দলই।

ম্যাচের প্রথম ২০ মিনিট মরক্কোর নিয়ন্ত্রণে ছিল। বেশ কিছু সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় মরক্কো।

তবে একের পর এক আক্রমণে ইরানের রক্ষণকে চাপে রাখে দলটি।

তবে খুব দ্রুতই ম্যাচে ফেরে ইরান। দুইবার গোল করার খুব কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন ইরানি মিডফিল্ডার কারিম আনসারিফার্দ। আর একবার সারদার আজমাউনের জোরালো শট ফিরিয়ে দেন মরক্কান গোলরক্ষক মুনির মুহামেদি। ফিরতি শটে ফের গোলমুখে শট নেন আজমাউন। এবারও শট আটকে দেন মরক্কান গোলরক্ষক।

আক্রমণ-প্রতি আক্রমণে বেশ জমে উঠেছে ইরান-মরক্কো ম্যাচ। তবে প্রথমার্ধ শেষে খালি হাতেই বিরতিতে গেছে দুই দল।

শুক্রবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় সেন্ট পিটাসবার্গ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা জুন ১৫, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ