ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

টিকিট বিক্রি হলেও স্টেডিয়াম ফাঁকা, তদন্তে ফিফা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
টিকিট বিক্রি হলেও স্টেডিয়াম ফাঁকা, তদন্তে ফিফা মিশর-উরুগুয়ে ম্যাচ চলাকালে ফাঁকা আসন

রাশিয়া বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচে স্টেডিয়াম ভর্তি দর্শকদের উল্লাস দেখা গেলেও ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচেই দেখা গেছে হাজারো আসন ফাঁকা!

কয়েক হাজার আসন ফাঁকা থাকার বিষয়টি সন্দেহের উদ্রেক করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থার কর্মকর্তাদের। ম্যাচটির প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেলেও কেন আসনগুলো ফাঁকা ছিলো তাই নিয়ে তদন্ত করবে ফিফা।



শুকবার (১৫ জুন) রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গের স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৬টায় শুরু হয় মিশর ও উরুগুয়ের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি।  

স্টেডিয়ামে দেখা যায় কয়েক হাজার আসন ফাঁকা পড়ে রয়েছে। একাংশে সারি সারি আসন ফাঁকা থাকলেও স্টেডিয়ামের বাকি অংশজুড়ে ছিলেন উরুগুয়ে ও মিশরের সমর্থকরা।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ