ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

হেরে গিয়েও ম্যাচসেরা এলশেনাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
হেরে গিয়েও ম্যাচসেরা এলশেনাবি কাভানির একটি শটা ফিরিয়ে দিচ্ছেন এলশেনাবি

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারলেও সমানতালে লড়েছে মিশর। গোলপোস্টের নিচে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন মিশরের গোলরক্ষক এলশেনাবি।

পুরো ম্যাচজুড়েই গোলপোস্টের নিচে দুর্দান্ত ছিলেন শেনাবি। সুয়ারেজ-কাভানিদের একেকটি আক্রমণ শেনাবির কাছে এসে মুখ থুবড়ে পড়ছিলো।

যদিও শেষরক্ষা করতে পারেননি মিশরীয় গোলরক্ষক।

ম্যাচের ৮৯তম মিনিটে হোসে মারিয়া গিমেনেসের দুর্দান্ত হেডে পরাস্ত হন এলশেনাবি। গিমেনেসের জোরালো হেডের বলটি গোলবারে ডানপাশের কোনা  দিয়ে জালে জড়ায়। বলটি তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না গিমেনেসের।

২৮ বছর পর বিশ্বকাপে আসা মিশরের প্রথম ম্যাচটিতে খেলা হয়নি তাদের প্রধান অস্ত্র মোহামেদ সালাহর।  

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের একদিন আগে সালাহর একাদশে থাকবেন বলে জানিয়েছিলেন মিশরের কোচ হেক্টর কুপার। কিন্তু শেষ পর্যন্ত উরুগুয়ের বিপক্ষে একাদশে রাখা হয়নি তাকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাঁধের ইনজুরিতে পড়েন সালাহ। প্রথমে তার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকলেও পরবর্তীতে তাকে নিয়েই দল ঘোষণা করে মিশর।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ

welcome-ad