ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

উরুগুয়ের বিপক্ষে একাদশে নেই সালাহ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
উরুগুয়ের বিপক্ষে একাদশে নেই সালাহ মোহামেদ সালাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: মাত্র একদিন আগে মোহামেদ সালাহর দলে থাকা নিশ্চিত করেছিলেন মিশরের কোচ। কিন্তু শেষ পর্যন্ত উরুগুয়ের বিপক্ষে একাদশে রাখা হয়নি এই ফরোয়ার্ডকে।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কাঁধের ইনজুরিতে পড়েন সালাহ। প্রথমে তার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকলেও পরবর্তীতে তাকে নিয়েই দল ঘোষণা করে মিশর।

শুক্রবার (১৫ জুন) রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার মাত্র একদিন আগেই তাকে সম্পূর্ণ সুস্থ দাবি করেন মিশরের কোচ হেক্টর কুপার। কিন্তু ম্যাচের একাদশে রাখা হয়নি সালাহর নাম।

মিশরের শুরুর একাদশঃ মোহামেদ আল-শেন্নাবি, আহমেদ ফাতি, আলি গাবর, আহমেদ হেগাজি, মোহামেদ আবদেল-শাফি, মাহমুদ হামদি, মোহামেদ এলনিনি, আব্দাল্লাহ সায়েদ, আমর ওয়ার্দা, মারওয়ান মোহসেন, ত্রিজেগুয়েত

উরুগুয়ের শুরুর একাদশ: ফার্নান্দো মুসলেরা, গিয়েরমো ভারেলা, দিয়েগো গোদিন, হোসে মারিয়া গিমেনেস, মার্তিন কাসেরেস, নাহিতান নানদেস, রদ্রিগো বেতানকুর, মাতিয়াস ভেসিনো, গিওর্গিয়ান দে আররাসকাইতা, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, মাসলেরা

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ