ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

রেকর্ডের পাতায় ২০ বিশ্বকাপ

ইমতিয়াজ আহমেদ জিতু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
রেকর্ডের পাতায় ২০ বিশ্বকাপ রেকর্ডের পাতায় বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

কাউন্ট-ডাউন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপের। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই পর্দা উঠবে বিশ্ব ফুটবলের ২১তম আসরের। ৩২ দেশটি অংশগ্রহণ করছে এ বিশ্বকাপে। বিশ্বমহারণ দেখার আগে চোখ বুলিয়ে নেওয়া যাক বিগত ২০টি বিশ্বকাপে ঘটে যাওয়া কিছু রেকর্ড এর পাতা।

# সবচেয়ে বেশি পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে)। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন লাতিন দেশ উরুগুয়ে।

# বিশ্বকাপের ইতিহাসে ১৬টি গোল করে সর্বোচ্চ গোলদাতার জায়গা দখল করে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা।

# ৩ বার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার পেলে (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০)।

# চূড়ান্ত পর্বে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল ব্রাজিলের (২০)।

# সবচেয়ে বেশি ফাইনাল খেলা দল জার্মানি, ৮ বার।

# সবচেয়ে বেশিবার টুর্নামেন্ট খেলে দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারা দল স্কটল্যান্ড (৮)।

# সবচেয়ে বেশি টানা শিরোপা , ইতালি (১৯৩৪, ১৯৩৮), ব্রাজিল (১৯৫৮, ১৯৬২)।

# সবচেয়ে বেশি টানা ফাইনাল , (জার্মানি ১৯৮২-১৯৯০), ব্রাজিল (১৯৯৪-২০০২)।

# সবচেয়ে বেশি টানা জয় ১১টি ; ব্রাজিল (২০০২-২০০৬)।

# সবচেয়ে বেশিবার অংশগ্রহণ ৫ বার; আন্তোনিও কারভাজাল (মেক্সিকো, ১৯৫০-১৯৬৬) ও লোথার ম্যাথিউস (জার্মানি, ১৯৮২-১৯৯৮)।

# সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার লোথার ম্যাথিউস (জার্মানি, ২৫ ম্যাচ)।

# এক ম্যাচে সবচেয়ে বেশি গোল ৫, রাশিয়ার ওলেগ সালেঙ্কো (ক্যামেরুনের বিপক্ষে, ১৯৯৪)।

# সবচেয়ে বেশি হ্যাটট্রিক (২টি) স্যান্ডর ককসিস (হাঙ্গেরি, ১৯৫৪), জাঁ ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮), জার্ড মুলার (জার্মানি, ১৯৭০) ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা ১৯৯৪ ও ১৯৯৮)।

# সর্বকনিষ্ঠ গোলদাতা পেলে (ব্রাজিল, ১৭ বছর ২৩৯ দিন)।

# সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক পেলে (১৭ বছর ২৪৪ দিন, ব্রাজিল-ফ্রান্স, ১৯৫৮)।

# বিশ্বকাপে দ্রুততম গোল: খেলার ১১ সেকেন্ডের মাথায়; ২০০২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে তুরস্কের হয়ে গোলটি করেন হাকান সুকুর; তুরস্ক জিতেছিল ৩-১ গোলে।

# সবচেয়ে বেশি গোলের ম্যাচ, অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড, ১৯৫৪।

# সবচেয়ে বেশি সময় গোল না খাওয়া গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা, ৫১৭ মিনিট (ইতালি, ১৯৯০)।

# সবচেয়ে বেশি বয়সী কোচ অটো রেহেগাল (৭১ বছর ৩১৭ দিন, গ্রিস ২০১০)।

# খেলোয়াড় ও কোচ হিসেবে টুর্নামেন্ট জয়- মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

# দ্রুততম লালকার্ড ৫৬ সেকেন্ড, হোসে বাতিস্তা (উরুগুয়ে-স্কটল্যান্ড, ১৯৮৬)।

# এক আসরে সবচেয়ে বেশি গোল-ফ্রান্সের জাঁ ফন্টেইনের, ১৩টি  (১৯৫৮)।

# বিদেশি কোচ নিয়ে বিশ্বকাপ জিততে পারেনি কোনো দল।

# বেঞ্চে থেকেও লাল কার্ড দেখা ফুটবলার-ক্লদিও ক্যানিজিয়া (আর্জেন্টিনা-সুইডেন, ২০০২)।

# ৩ বার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার পেলে (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০)।

# কোন কোন দেশ এখন পর্যন্ত বিশ্বকাপ জিতেছে : ব্রাজিল, উরুগুয়ে, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স ও আর্জেন্টিনা।

# বিশ্বকাপে তরুণতম খেলোয়াড়: উত্তর আয়ারল্যান্ডের নর্মান হোয়াইটসাইড, ১৯৮২ সালের বিশ্বকাপে খেলেন তিনি; হোয়াইসাইডের বয়স তখন ১৭ বছর, এক মাস ১০ দিন।

# বিশ্বকাপে প্রবীণতম খেলোয়াড়: ক্যামেরুনের রজার মিলা, ১৯৯০ সালের বিশ্বকাপে খেলেন; তখন তার বয়স ৪২ বছর, এক মাস, আট দিন।

# ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে৷

# ব্রাজিল তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড , ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের পরাজয়। বিশ্বকাপের সেমিফাইনালে এর আগে কোনো দল প্রথমার্ধে ৫ বা তার বেশি গোল খায়নি। বিশ্বকাপের সেমি-ফাইনালে সবশেষ ৬ বা তার বেশি গোল করা দল পশ্চিম জার্মানি। ম্যাচের ২৯তম মিনিটেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে এটাই দ্রুততম ৫ গোলের রেকর্ড।

# ২২৪ গোল নিয়ে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা দল এখন জার্মানি।

# বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড: ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে এক ম্যাচে সর্বোচ্চ তিন গোল করার রেকর্ড ইংল্যান্ডের জিওফ হার্স্টের।

# একাধিক ফাইনালে গোল: একাধিক ফাইনালে গোল করার গৌরব অর্জন করতে পেরেছেন এই পর্যন্ত চারজন খেলোয়াড়। এরা হলেন - ব্রাজিলের ভাভা ও পেলে এবং ফ্রান্সের জিনেদিন জিদান ও জার্মানির পল ব্রেইটনার।

# বিশ্বকাপে সর্বোচ্চ হ্যাটট্রিক: বিশ্বকাপে সবচেয়ে বেশি হ্যাটট্রিক হাঙ্গেরির সান্দোর কোসিস, ফ্রান্সের জাস্ট ফন্টেইন, জার্মানির গার্ড মুলার ও আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতার। প্রত্যেকের ঝুলিতেই রয়েছে দুটি করে হ্যাটট্রিক।

# বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিক: হাঙ্গেরীর লাসজোলো ১৯৮২ বিশ্বকাপে মাত্র ৮ মিনিটেই হ্যাটট্রিক করেছেন। এই ম্যাচে তিনি বদলি হয়ে নেমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েন।

# বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোলের মালিক: তুরুস্কের হাকান সুকুর খেলা শুরুর মাত্র ১১ সেকেন্ড পর গোল করেন। অন্যদিকে বদলি হিসেবে নেমে সবচেয়ে দ্রুত গোল সান্ড’র। নাইজেরিয়ার এই তারকা ১৬ সেকেন্ডেই গোল করেন।

# বিশ্বকাপে শীর্ষ গোলদাতার জন্য গোল্ডেন শু বা গোল্ডেন বুট প্রথম দেয়া হয় ১৯৩০ বিশ্বকাপে। সাম্প্রতিককালে, রুপালী জুতা ও ব্রোঞ্জ জুতা দেয়া হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় সেরা গোলদাতা।

# শ্রেষ্ঠ খেলোয়াড়ের জন্য গোল্ডেন বল প্রথম দেয়া হয় ১৯৮২ বিশ্বকাপে। রুপালি বল ও ব্রোঞ্জ বল দেয়া হয় দ্বিতীয় ও তৃতীয় সেরাদের।

# শ্রেষ্ঠ গোলরক্ষকের জন্য ইয়াসিন গোল্ডেন গ্লাভস পুরস্কার প্রথম দেয়া হয় ১৯৯৪ বিশ্বকাপে।

# ফিফা ফেয়ার প্লে ট্রফি (যে দলের ক্রীড়া আচরণ সবচেয়ে ভাল তাদের জন্য) প্রথম দেয়া হয় ১৯৭৮ বিশ্বকাপে।

# মোস্ট এন্টারটেইনিং টিম (যে দলের খেলা দর্শকদের সবচেয়ে আনন্দ দেয় তাদের জন্য, দর্শক ভোটে নির্ধারন করা হয়। ) প্রথম দেয়া হয় ১৯৯৪ বিশ্বকাপে)।

# শ্রেষ্ঠ তরুণ খেলোয়াড় (২১ বছরের কমবয়সী খেলোয়াড়দের মধ্যে সেরা খেলোয়াড়কে দেয়া হয়) (প্রথম দেয়া হয় ২০০৬ বিশ্বকাপে) ।

# শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাছাই করে বিশ্বকাপের শেষে একটি দল ঘোষণা করা হয়, যেটি ১৯৯৮ বিশ্বকাপ থেকে চালু হয়েছে।

# পশ্চিম জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, একমাত্র ব্যক্তি যিনি অধিনায়ক (১৯৭৪) ও কোচ (১৯৯০) হিসবে বিশ্বকাপ জিতেছেন। মারিও জাগালো, ব্রাজিল, একমাত্র ব্যক্তি যিনি চারবার বিশ্বকাপ জিতেছেন, দুইবার খেলোয়াড় হিসেবে (১৯৫৮ ও ১৯৬২), একবার কোচ (১৯৭০) এবং একবার সহকারী কোচ হিসেবে (১৯৯৪) বিশ্বকাপ জিতেছেন।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১৫ জুন, ২০১৮

এমএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ