ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

টুটুল পেলেন ‘ফ্যান কার্ড’, যাচ্ছেন রাশিয়ায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জুন ১২, ২০১৮
টুটুল পেলেন ‘ফ্যান কার্ড’, যাচ্ছেন রাশিয়ায় ব্রাজিলের সমর্থক টুটুল

ব্রাজিলের ফ্যান কার্ড নিয়ে নেইমার-কুতিনহো-জেসুসদের খেলা দেখতে রাশিয়ায় যাচ্ছেন নারায়ণগঞ্জের ফতুল্লার বহুল আলোচিত ব্রাজিল-বাড়ির মালিক জয়নাল আবেদীন টুটুল।

সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচটি দেখতে বুধবার (১৩ জুন) রাশিয়ার উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। খেলা দেখে আগামী ১৯ তারিখ টুটুল দেশে ফিরে আসবেন।

ফিরে আসার পর ২২ তারিখে টুটুলের বাড়িতে যাবে বাংলাদেশে অবস্থানরত ব্রাজিলের প্রতিনিধি দল।

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকায় জয়নাল আবেদীন টুটুলের মালিকানাধীন বাড়িটি দেশজুড়ে ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ৭ তলা বাড়িটির পুরোটাই সুশোভিত হয়েছে ব্রাজিলের পতাকার রঙে। বাড়ির ছাদে উড়ছে বড় বড় পতাকা। বাড়ির প্রধান ফটকে লেখা রয়েছে 'ব্রাজিল-বাড়ি'।
টুটুলের ব্রাজিল বাড়িবাড়ির ভেতরটাও ব্রাজিলের পতাকার রঙে রাঙানো। ড্রইং রুমে রয়েছে ব্রাজিলের বিভিন্ন তৈজসপত্র ও স্যুভেনির। ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড়দের পোস্টার টানানো বাড়ির দেয়ালজুড়ে। রয়েছে ব্রাজিলের পতাকার বাঁধাই করা ফটোফ্রেমও।

নোয়াখালীর ছেলে টুটুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ফুটবল খেলার প্রতি ভালোবাসা এবং ব্রাজিল দলের প্রতি একনিষ্ঠ সমর্থন থেকেই তিনি নিজের বাড়ির নাম রেখেছেন 'ব্রাজিল-বাড়ি'।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ