ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপে ৩২ দলের স্লোগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জুন ১১, ২০১৮
বিশ্বকাপে ৩২ দলের স্লোগান ...

আর মাত্র তিনদিন পর শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। খেলোয়াড়দের নিয়ে অনুশীলন ও কৌশল নির্ধারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন সব দলের কোচ। সমর্থকরা প্রিয় দলের পতাকা উড়িয়ে জপছেন সেই দলের বিশ্বকাপ মন্ত্র।

নানান রকম প্রস্তুতির পাশাপাশি খেলোয়াড় ও সমর্থকরদের উজ্জীবিত করতে প্রতিটি দলই তাদের স্লোগান নির্ধারণ করেছে। গ্যালারি ও গ্যালারির বাইরে সেইসব স্লোগানে সমর্থকরা উজ্জীবিত করবেন তাদের প্রিয় তারকাদের।

নিচে বাংলানিউজের পাঠকদের জন্য বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের স্লোগান দেওয়া হলো:

রাশিয়া: হৃদয় খুলে খেলো।
ব্রাজিল: পাঁচ নক্ষত্রেরও বেশি, ২০ কোটি হৃদয়ে।
আর্জেন্টিনা: একটি স্বপ্নের জন্য এক সাথে।
জার্মানি: চলো একসঙ্গে ইতিহাস লিখি।
স্পেন: এক সাথে আমরা অপ্রতিরোধ্য।
ফ্রান্স: তোমাদের শক্তি, আমাদের স্বপ্ন! জেগে উঠো লা ব্লুজরা।
পর্তুগাল: অতীত গর্বের, বর্তমান ইতিহাসের।
ইংল্যান্ড: আমাদের কাছে বিজয়ীদের পাঠাও।
বেলজিয়াম: রেড ডেভিলরা নেমেছে মিশনে।
কলম্বিয়া: এক স্বপ্ন, তিন রং আর পাঁচ কোটি হৃদয়।
কোস্টারিকা: কোনকিছুই অসম্ভব নয় যখন একসঙ্গে পুরো দেশ খেলে।
ক্রোয়েশিয়া: ছোট দেশ, বড় স্বপ্ন।
ডেনমার্ক: একসঙ্গে আমরা গড়বো ইতিহাস।
মিসর: যখন ফারাওদের কিছু বলবে, সারাবিশ্ব উঠে দাঁড়াবে আর শুনবে।
আইসল্যান্ড: চলো আমাদের স্বপ্নকে সত্যি করি।
ইরান: ৮ কোটি মানুষ, একটি দেশ, একটি হৃৎস্পন্দন।
জাপান: সামুরাই ব্লু, এখনই লড়াইয়ের সময়!
সাউথ কোরিয়া: এশিয়ার বাঘ, বিশ্বের বিজেতা।
মেক্সিকো: মেক্সিকো তৈরি, তৈরি বিজয়ের জন্য।
মরক্কো: অ্যাটলাসের সিংহ, মরক্কোর গর্ব।
তিউনিসিয়া: হাতে রেখে হাত ঈগলরা আসছে রাশিয়ায়।
নাইজেরিয়া: আফ্রিকার গর্বের পাখা।
পানামা: দুই সাগরের শক্তি পানামা।
পেরু: এই তো আবারও আমরা, ৩ কোটি পেরুভিয়ান ফিরবে এখানেই।
পোল্যান্ড: এগিয়ে চলো পোল্যান্ড।
সৌদি আরব: মরুভূমির বীর।
সেনেগাল: সেনেগালিজদের কাছে অসম্ভব বলে কিছু নেই।
সার্বিয়া: এক দল, এক স্বপ্ন, এক সার্বিয়া।
সুইডেন: সুইডেনের জন্য এক সাথে।
সুইজারল্যান্ড: চার ভাষা, এক জাতি।
উরুগুয়ে: সূর্যের আলোকে রাশিয়ার আকাশ হবে আলোকিত নীল।
অস্ট্রেলিয়া: সাহসী হও, হও দুঃসাহসী, সকারুদের মতো স্বর্ণ-সবুজে।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এমকেএম/এমএমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ