ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ বাতিল 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জুন ৬, ২০১৮
ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ বাতিল  ইসরায়েলের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ বাতিল।

তুমুল বিতর্ক ও প্রতিবাদের মুখে ইসরায়েলের সঙ্গে অনুষ্ঠেয় প্রীতি ফুটবল ম্যাচ বাতিল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ফিলিস্তিনিদের ওপর নির্মম অত্যাচার করে আসা ইসরায়েলরা এ ম্যাচটি আয়োজন করে বিশ্বব্যাপী সুনাম কুড়াতে চেয়েছিল। কিন্তু ফিলিস্তিনিদের ঘোর প্রতিবাদের মুখে অবশেষে মেসিদের আর্জেন্টিনা এ ম্যাচটি না খেলারই সিদ্ধান্ত নিল।

দলের তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েন মঙ্গলবার (৫ জুন) প্রথমে এ কথা জানান। পরে আর্জেন্টিনায় ইসরায়েলি দূতাবাস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে।

আগামী ৯ জুন জেরুজালেমে লিওনেল মেসিদের ম্যাচটি খেলার কথা ছিল।

এর আগে মঙ্গলবার স্পেনের বার্সেলোনাতে অনুশীলন করছিল আর্জেন্টিনা ফুটবল দল। কিন্তু জেরুজালেমে খেলতে না যাওয়ার প্রতিবাদে মাঠের বাইরে জড়ো হয়েছিল হাজার হাজার আন্দোলনকারীরা।

জানা যায়, এই ম্যাচটি খেললে আর্থিকভাবে অনেক লাভবান হতো আর্জেন্টিনা দল। কিন্তু মানবিক দিক বিবেচনা নিয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বাতিল করে দারুণ দৃষ্টান্ত স্থাপন করলো মেসির আর্জেন্টিনা।

** ইসরায়েলে খেলতে গেলে মেসির জার্সি-ছবি পোড়ানোর ঘোষণা
**ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ নিয়ে নাখোশ সাম্পাওলি!
**জেরুজালেমে না খেলতে মেসিদের প্রতি আহবান ফিলিস্তিনের

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৮ 
এইচএ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ