ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

আমজাদের ৫ কিলোমিটার পতাকা প্রদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুন ৫, ২০১৮
আমজাদের ৫ কিলোমিটার পতাকা প্রদর্শন ৫ কিলোমিটার জার্মানির পতাকা। ছবি: বাংলানিউজ

মাগুরা: নিজের জমি বিক্রি করে আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছেন জার্মান ফুটবল দলের সমর্থক আমজাদ হোসেন। 

মাগুরা নিশ্চিন্তপুর স্কুল মাঠে মঙ্গলবার (৫ জুন) সকালে এ পতাকা প্রদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জার্মানি দূতাবাসের ডিপ্লোম্যাট ক্যারেন উইজোরা খাগিন এবং শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা তামারা কবির ছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমজাদ জানান, বিগত ২০০৪ সালের বিশ্বকাপে নিজের জমি বিক্রি করে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছিলেন তিনি।

সে সময় জার্মানির রাষ্ট্রদূত মাগুরা এসে তাকে সংবর্ধনা দিয়েছিলেন। এবার ১০ শতক জমি বিক্রির টাকা এবং কিছু মানুষের সহযোগিতায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করেছেন। কোনো কিছু পাওয়ার আশায় নয় শুধুমাত্র ফুটবল ভালোবাসেন তাই এরকম উদ্যোগ। তিনি আশা করেন জার্মানি দল এবারো চ্যাম্পিয়ন হবে।  

আমজাদ আরো বলেন, জীবিত থাকলে ২০২২ সালের বিশ্বকাপে তিনি ২২ কিলোমিটার জার্মানির পতাক উপহার দেবেন।  

আমজাদের সঙ্গে জার্মানি দূতাবাসের ডিপ্লোম্যাট ক্যারেন উইজোরা খাগিন এবং শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা তামারা কবির মাগুরা সদরের ঘোমারা গ্রামের আমজাদ হোসেন (৫৫) কিশোর বয়সে কঠিন ব্যাধিতে আক্রান্ত হন। পরে স্থানীয় একজন চিকিৎসকের পরামর্শে তিনি জার্মানির হেমিওপ্যাথি ওষুধ খেয়ে সুস্থ হয়ে ওঠেন। সেই থেকে তিনি জার্মান ও জার্মান ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত বলে জানান।

বাংলাদেশের জার্মান দূতাবাসের ডিপ্লোম্যাট ক্যারেন উইজোরা খাগিন বলেন, আমরা আমজাদের এ উদ্যোগে অভিভূত। এটি এখন পৃথিবীর সবচেয়ে বৃহৎ জার্মান পতাকা তাই আমরা পতাকাটি দেখতে মাগুরা ছুটে এসেছি। আমরা জানি আমজাদ অনেক কষ্ট করে এটি তৈরি করেছেন তাই আমাদের কর্তব্য তার পাশে থাকা।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, রাজনীতিবিদ ও সমাজ সেবক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজার মোল্লা।  

এছাড়াও পার্শ্ববতী বিভিন্ন জেলা থেকে জার্মান ফ্যান ক্লাবের সদস্যরা এ অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ