ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

ফিফা বিশ্বকাপ ২০১৮

এক গোলে দশ হাজার শিশুর খাদ্যের যোগান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, জুন ১, ২০১৮
এক গোলে দশ হাজার শিশুর খাদ্যের যোগান মেসি ও নেইমার-ছবিঃ সংগৃহীত

মেসি ও নেইমারের করা প্রতিটি গোলে দশ হাজার স্কুলপড়ুয়া শিশুর জন্য খাদ্যের ব্যবস্থা হবে। রাশিয়া বিশ্বকাপে করা গোলও এ উদ্যোগের অন্তর্ভুক্ত থাকবে।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, মেসি ও নেইমারের করা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে প্রতিটি গোলের বিপরীতে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের স্কুলের দশ হাজার শিশুর খাবারের ব্যবস্থা করা হবে। আর এই উদ্যোগ অর্থ দিয়ে পাশে থাকছে মাস্টারকার্ড।

প্রতিষ্ঠানটি প্রতি গোলের বিপরীতে দশ হাজার খাবার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) দান করবে।

উচ্ছ্বসিত মেসি বলেন, ‘আমি এই উদ্যোগের অংশ হতে পেরে অনেক গর্বিত। এটা হাজারো শিশুর জীবনে পরিবর্তন আনবে এবং আশা করি এটা অনেকের মুখে হাসি ফোটাবে। ’

ব্রাজিলিয়ান তারকা নেইমারও এর অংশ হতে পেরে খুশি। বললেন, ‘আমরা এই অঞ্চলের প্রতিটি শিশুর জন্য এক প্লেট খাবার নিশ্চিত করতে চাই এবং তাদের জন্য আরও বেশি কিছু আশা করি। ’

নেইমার আরও বলেন, ‘আমরা দক্ষিণ আমেরিকানরা জানি একসাথে থাকলে অনেক বড় কিছু করতে পারি এবং এটা তার একটা উদাহরণ। একসাথে আমরা ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। ’

মাস্টারকার্ডের দক্ষিণ আমেরিকা অঞ্চলের মুখপাত্র এনা ফেরেল বলেন, ‘দক্ষিণ আমেরিকায় প্রায় ৪০ মিলিয়ন মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছে, যার একটা বড় অংশই শিশু। ক্ষুধা ও শিশুদের অপুষ্টির বিরুদ্ধে যুদ্ধ শিক্ষা এবং দারিদ্র্য নিয়ন্ত্রণে সহায়ক। ’

‘টুগেদার উই আর ১০’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ব্যবহার করে গত এপ্রিলে এই উদ্যোগের সূচনা করে মাস্টারকার্ড। আগ্রহীরাও এই উদ্যোগে দান করতে পারেন। এজন্য #JuntosSomos10 এই হ্যাশট্যাগ টুইটার ও ইন্সট্রাগ্রামে ব্যবহার করে কিংবা মাস্টারকার্ডের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দান করতে পারবেন।

প্রতিবার হ্যাশট্যাগের বিনিময়ে একজন স্কুলপড়ুয়া শিশুর জন্য খাবার দান করবে মাস্টারকার্ড। আর যদি কেউ সরাসরি মাস্টারকার্ড থেকে দান করেন তাহলে তার বিপরীতে দশজন স্কুলপড়ুয়া শিশুর জন্য খাবার দান করবে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, এরইমধ্যে এই উদ্যোগে তিন লক্ষ স্কুলপড়ুয়া শিশুর জন্য খাদ্য বিতরণ করেছে মাস্টারকার্ড।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ০১ জুন, ২০১৮/আপডেট: ১২১৪ ঘণ্টা
এমএইচএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিফা বিশ্বকাপ ২০১৮ এর সর্বশেষ