ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

ফিচার

হেলিয়ানথাস ‘লেমন কুইন’ (সূর্যমুখী)

মো. রাজীন উদ্দিন চৌধুরী, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
হেলিয়ানথাস ‘লেমন কুইন’ (সূর্যমুখী) ছবি: রাজীন উদ্দিন চৌধুরী

ঢাকা: সূর্যমুখী একটি প্রতীকী ফুল। আমরা সবাই ফ্রান্সের সূর্যমুখী ক্ষেতের ছবি দেখেছি।

যেখানে হলুদ এবং কালো সুন্দরীরা সারিবদ্ধ হয়ে মাথা সূর্যের দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে।

এই ফুলগুলোর চাষ শুধু বাণিজ্যিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। ফুলটি বাগানপ্রেমীদের কাছেও প্রিয়। সূর্যমুখী বার্ষিক এবং বহুবর্ষজীবী উভয় জাতেই হয়ে থাকে। কিছু প্রতিবছর রোপণ করতে হয় আবার কিছু তাদের নিজস্ব পদ্ধতিতে ফিরে আসে। যেগুলো নিজস্ব পদ্ধতিতে ফিরে আসে সেগুলো বহুবর্ষজীবী জাত।

বহুবর্ষজীবী জাতের মধ্যে একটির নাম হেলিয়ানথাস ‘লেমন কুইন’ যাকে বাংলায় বলা যায় ‘লেবু রানী’।  লেমন কুইন সূর্যমুখী উদ্ভিদের আসল শো স্টপার। হেলিয়ানথাস 'লেমন কুইন' মৌসুমের বাগান উজ্জ্বল করার জন্য আদর্শ। এটি সাধারণত ২ ইঞ্চি লম্বা হয়ে থাকে।

বহুবর্ষজীবী সূর্যমুখী বছরের পর বছর হলুদ ফুল দেবে। ফুলগুলো গ্রীষ্মের শেষ দিকে প্রস্ফুটিত হতে শুরু করে এবং শরৎকালে শেষ হয়। প্রজাপতি এবং মৌমাছিরা বেশির ভাগ সময় এই ফুলের আশেপাশেই বাসা বাঁধে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।