ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
 ঔপন্যাসিক আলাউদ্দিন আল আজাদের প্রয়াণ আলাউদ্দিন আল আজাদ

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৩ জুলাই ২০২০, শুক্রবার। ১৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৯১৯- বিশ্বভারতীর যাত্রা শুরু।

১৯৪১- মিত্রবাহিনীর কাছে সিরিয়ার আত্মসমর্পণ।

১৯২১- মস্কোয় বিপ্লবী ট্রেড ইউনিয়নগুলোর আন্তর্জাতিক কংগ্রেস শুরু হয়।

১৯৪৭- ভারতবর্ষকে দু’টি ডেমিনিয়নে বিভক্ত করার জন্য ‘মাউন্টবাটেন পরিকল্পনা’ প্রকাশ।

১৯৫৩- পৃথিবীর নবম উচ্চতম পর্বতশৃঙ্গ নাঙ্গা পর্বতের শীর্ষে একদল অস্ট্রীয় ও জার্মান অভিযাত্রী সর্বপ্রথম আরোহণ করেন।

১৯৬২- আলজেরিয়া স্বাধীনতা লাভ।

১৯৭১- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ এ প্রবেশ করেন।

জন্ম

১৭২৮- স্কট স্থপতি রবার্ট অ্যাডাম।

১৮৫৪- চেক সংগীতস্রষ্টা লেইওস ইয়ানাচেক।

১৮৮৩- জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক ফ্রান্‌ৎস কাফকা।

১৯৮৪- বাংলাদেশি ক্রিকেটার সৈয়দ রাসেল।

১৯১২- রঙ্গসাহিত্যিক অজিতকৃষ্ণ বসু।

মৃত্যু

১৯৩২- বাঙালি কবি ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবী।

১৯৭১- মার্কিন সংগীতশিল্পী জিম মরিসন।

১৯৯১- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ার।

২০০৯- বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার ও গবেষক আলাউদ্দিন আল আজাদ।

জন্ম ৬ মে ১৯৩২। তিনি একজন শাণিত ভাষার লেখক ছিলেন। ছিলেন বাস্তব জীবনের রূপকার। বাস্তবতার রূপ পরিগ্রহ করেছে তার ভাষা নির্মাণে। সংস্কৃতাশ্রয়ী শব্দ তিনি পরিহার করেছেন বলা চলে। তিনি প্রধানত মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের রূপকার। ১৯৫২ এর ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার প্রথম উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র ১৯৬০ সালে ছাপা হয়।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।