ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিচার

ভাসমান শহর ডুবলো বন্যায়

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
ভাসমান শহর ডুবলো বন্যায়

ইতালির উত্তর-পূর্বের সুন্দর এক শহর ভেনিস। অ্যাড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত চারপাশে ঘিরে থাকা খালের কারণে অনেকেই একে ভাসমান শহর বলে ডাকে। এবার সে শহর ডুবলো বন্যার পানিতে।

সম্প্রতি জোয়ারের পানিতে ৫৩ বছর পর শহরের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১৯৬৬ সালের পর নতুন এ বন্যায় পানির উচ্চতা বেড়েছে ১ দশমিক ৮৭ মিটার (৬ ফুট)।

বন্যায় ডুবে যাওয়া ভেনিসের সেন্ট মার্ক ব্যাসিলিকা।  ছবি: সংগৃহীত

ভেনিসের মেয়র লুইজি ব্রুগনারো টুইটার বার্তায় বলেন, ভেনিস হাঁটুর নিচে তলিয়ে গেছে। সম্পূর্ণ শহর ও দ্বীপগুলোর মতো সেন্ট ব্যাসিলিকার গির্জাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

বন্যায় প্লাবিত সেন্ট মার্ক স্কয়ার।  ছবি: সংগৃহীত

পানি বেড়ে যাওয়ার কারণে শহরের বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ আশ্রয়ের খোঁজে যেতে দেখা যায়।

ডুবে যাওয়া ভেনিসের রাস্তায় ছবি তুলছেন দু’জন পর্যটক।  ছবি: সংগৃহীত

ভেনিসের মেয়র টুইট বার্তায় বলেন, সরকারের কাছে আমরা সাহায্যের আবেদন করছি। এর (বন্যার ক্ষতি) মূল্য উচ্চমাত্রার। এটি জলবায়ুর পরিবর্তনের ফল।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।