ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

বিখ্যাত শিল্পী এলভিস প্রিসলির প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
বিখ্যাত শিল্পী এলভিস প্রিসলির প্রয়াণ বিখ্যাত শিল্পী এলভিস প্রিসলির প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৬ আগস্ট ২০১৯, শুক্রবার। ০১ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ। ১৪ জিলহজ ১৪৪০ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা

১৮২৫- বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা।

১৮৬৭- কার্ল মার্কস ‘দ্য ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।

১৮৯৮- এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।

১৯০৫- বঙ্গভঙ্গ আইন কার্যকর।

১৯১০- রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত।

১৯৪৬- মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।

১৯৬০- সাইপ্রাস দ্বীপ স্বাধীন হয়।

১৯৭৫- সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

১৯৭৫- সুদান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

১৯০৪- নিউইয়র্কে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের নির্মাণ কাজ শুরু হয়।

জন্ম

১৩৭৮- চীনের সম্রাট হংজি।

১৮৪৫- নোবেলজয়ী পদার্থবিদ গাব্রিয়েল লিপমান।

১৮৯২- মার্কিন কার্টুনিস্ট অটো মেসমার।

১৮৯৫- অস্ট্রিয়ান অভিনেত্রী লিয়ান হেইড।

১৯৩০- ইংরেজ কবি ট্রেড হিউজ।

১৯০৪- নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ ওয়েনডেল মেরিডিথ স্ট্যানল।

মৃত্যু

১৮৮৬- রামকৃষ্ণ পরম হসংসদেব (গদাধর চট্টোপাধ্যায়)।

১৯৪৮- মার্কিন বেসবল খেলোয়াড় বেব রুথ।

১৯৭৭- কিংবদন্তিতুল্য মার্কিন রক সংগীতশিল্পী এলভিস প্রিসলি।

তার জন্ম ৮ জানুয়ারি ১৯৩৫। প্রিসলি অভিনেতাও ছিলেন। তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় গায়ক এবং সবচেয়ে বহুল বিক্রিত অ্যালবামের সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম। তাকে ‘কিং অব রক অ্যান্ড রোল’ বা আরও সহজভাবে ‘দ্য কিং’ নামে অভিহিত করা হয়।

এলভিস প্রিসলির জন্ম মিসিসিপির টুপেলো শহরে। ১৩ বছর বয়সে তিনি তার পরিবারের সঙ্গে টুপেলো ছেড়ে টেনেসি অঙ্গরাজ্যের মেম্ফিস শহরে চলে যান। সেখানে তিনি ১৯৫৪ সালে সান রেকর্ডস নামে একটি সংগীত বিষয়ক প্রতিষ্ঠানে গান গাওয়ার মাধ্যমে এ জীবন শুরু করেন। গিটার বাদক স্কটি মুর ও বেজিস্ট বিল ব্ল্যাককে নিয়ে গঠিত প্রিসলির দ্য ব্লু মুন বয়েজ সংগীতদল রক ও রোল, আপটেম্পো, কান্ট্রি সংগীতে ব্যাকবিট-ড্রাইভেন ফিউশন এবং রিদম ও ব্লুজ সংগীতের অগ্রপথিক হিসেবে অবতীর্ণ হন।

প্রিসলি অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ‘লাভ মি টেন্ডার’। ছবিটি ১৯৫৬ সালের নভেম্বরে মুক্তি পায়। ১৯৫৮ সালে তিনি বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত হন। ২ বছর পর তিনি সেনাবাহিনী ছেড়ে আবার সংগীত জগতে ফিরে আসেন কিছু তুমুল জনপ্রিয় গানের মাধ্যমে। তিনি সেসময় মঞ্চে গাইতে শুরু করেন। তিনি জীবনের শেষদিকে এসে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন বলে জানা যায়। অনেকেই মাদকদ্রব্যকেই তার মৃত্যুর কারণ হিসেবে অভিহিত করেন। তিনি এই দিনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

১৯৯৭- পাকিস্তানের কিংবদন্তিতুল্য কাওয়ালি সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলী খান।

২০০৩- উগান্ডার প্রয়াত সামরিক স্বৈরশাসক ইদি আমিন।

২০১৮- ভারতের ১০তম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।