ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

ভাষাতাত্ত্বিক ড. সুনীতিকুমারের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, মে ২৯, ২০১৯
ভাষাতাত্ত্বিক ড. সুনীতিকুমারের প্রয়াণ ড. সুনীতিকুমারের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৯ মে ২০১৯, বুধবার। ১৫ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৯৫৩- তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ গিরিশৃঙ্গ এভারেস্টে পদার্পণ করেন।
•     ১৯৫৯- শার্ল দ্য গল ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন।
•     ১৯৬৩- ঘূর্ণিঝড়ে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
•     ১৯৬৮- ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে।
•     ১৯৯০- কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।
•     ১৯৯৬- কায়রোতে সাতটি আরব দেশের পরিবেশ সংক্রান্ত বৈঠক।

জন্ম
•     ১৮৬৩- ইংরেজ ক্রিকেটার আর্থার মোল্ড।
•     ১৮৬৮- সবশেষ উসমানীয় খলিফা দ্বিতীয় আবদুল মজিদ।
•     ১৯১৭- যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ. কেনেডি।
•     ১৯২৯- বাংলাদেশি প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক দ্বিজেন শর্মা।

তিনি ১৯২৯ সালের ২৯ মে তৎকালীন সিলেট বিভাগের বড়লেখা থানার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে গ্রামের পাঠশালায় হাতেখড়ি নেন। তার মায়ের ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হবেন। প্রকৃতিপ্রেমে আচ্ছন্ন দ্বিজেন শর্মা উদ্ভিদবিদ হতে চান। ফলে তিনি কলকাতা সিটি কলেজে স্নাতক ডিগ্রি অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে উদ্ভিদবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

•     ১৯৫২- তুমুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি।

ঢাকার নারিন্দায় জন্ম নেওয়া ফরিদী মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য তুমুল খ্যাতি অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরিদী বিশ্ববিদ্যালয় জীবনে বিশিষ্ট নাট্যকার সেলিম আল-দীনের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। তিনি অসংখ্য জনপ্রিয় মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে শিল্প-সংস্কৃতিপ্রেমীদের হৃদয়ে আসন গেড়ে নেন।

মৃত্যু
•     ১৯৭৭- ভাষাতাত্ত্বিক, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

কর্মজীবনের শুরুতে কলকাতা বিদ্যাসাগর কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর ১৯১৪ থেকে ১৯১৯ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯১৯ সালে ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় লন্ডনে যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ধ্বনিবিজ্ঞানে ডিপ্লোমা করেন। এরপর ১৯২১ সালে ওই একই বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ডি. লিট ডিগ্রি।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মে ২৯, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।