ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিচার

সাকরাইন উৎসবে রংবেরঙের ঘুড়ি-আতশবাজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
সাকরাইন উৎসবে রংবেরঙের ঘুড়ি-আতশবাজি সাকরাইন উৎসবে রংবেরঙের ঘুড়ি-আতশবাজি, ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: বাংলা পৌষ মাসের শেষ দিন ‘পৌষসংক্রান্তি’ পুরান ঢাকার মানুষদের কাছে ‘সাকরাইন’ নামে পরিচিত।

সাকরাইন উৎসবে রংবেরঙের ঘুড়ি-আতশবাজি, ছবি: রাজীন চৌধুরীরঙবেরঙের ঘুড়ি-ফানুস ওড়িয়ে ও আতশবাজি ফুটিয়ে দিনটি উদযাপন করেন ঢাকাবাসী। সাকরাইন উৎসবে রংবেরঙের ঘুড়ি-আতশবাজি, ছবি: রাজীন চৌধুরীকালের বিবর্তনে পুরান ঢাকার পাশাপাশি এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে নতুন ঢাকাতেও।

সাকরাইন উৎসবে রংবেরঙের ঘুড়ি-আতশবাজি, ছবি: রাজীন চৌধুরীসাকরাইন উৎসবে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে পুরান ঢাকায়। সাকরাইন উৎসবে রংবেরঙের ঘুড়ি-আতশবাজি, ছবি: রাজীন চৌধুরীএ উৎসব চলে দু’দিন ধরে। এ বছর পুরান ঢাকার সূত্রাপুর, মিলবারেক, গেণ্ডারিয়া, নারিন্দা, ধোলাইখাল, লক্ষ্মীবাজার এলাকায় সোমবার (১৪ জানুয়ারি)  সাকরাইন উদযাপন করা হয়। সাকরাইন উৎসবে রংবেরঙের ঘুড়ি-আতশবাজি, ছবি: রাজীন চৌধুরীউৎসবটি সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসবের অংশ হওয়ায় মঙ্গলবার (১৫ জানুয়ারি) উদযাপন হবে শাখারিবাজার এলাকায়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
জেআইএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।