ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

সংগীতশিল্পী শচীন দেববর্মণের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
সংগীতশিল্পী শচীন দেববর্মণের প্রয়াণ শচীন দেববর্মণ ও ইন্দিরা গান্ধী

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৩১ অক্টোবর, ২০১৮, বুধবার। ১৬ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

দিবস
বিশ্ব মিতব্যয়িতা দিবস

ঘটনা
১৮৯১- জাপানে ভয়াবহ ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি।
১৯১৪- কৃষ্ণসাগরে রাশিয়াকে আক্রমণ করে তুরস্ক।
১৯২০- ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা।
১৯৩৬- কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম পত্রিকা দৈনিক আজাদ প্রকাশ।
১৯৪০- ব্রিটেন যুদ্ধ শেষ হয়।
১৯৫৮- সাবেক সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন।
১৯৬৬- বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
১৯৮৪- ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লিতে নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন। এ ঘটনা ভারতের ইতিহাসে ‘ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড’ নামে পরিচিত।

ইন্দিরা গান্ধী ভারতের প্রথম এবং এ পর্যন্ত একমাত্র নারী প্রধানমন্ত্রী। প্রভাবশালী নেহেরু পরিবারে জন্মগ্রহণ করায় রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন তিনি। তার দাদা মতিলাল নেহেরু প্রথম সারির কংগ্রেস নেতা ছিলেন। তার বাবা জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। এছাড়া ইন্দিরার ছেলে রাজীব গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।

ইন্দিরার দুই শিখ দেহরক্ষী সৎবন্ত সিংহ ও বিয়ন্ত সিংহ অপারেশন ব্লু  স্টার চলাকালীন ‘স্বর্ণমন্দির’ নামে পরিচিত শিখদের সর্বোচ্চ তীর্থ হরমন্দির সাহিবে সেনা অভিযানের প্রতিশোধকল্পে তাকে হত্যা করেন।

জন্ম
১৭৯৫- ব্রিটিশ কবি জন কিটস।
১৮২৮- ইংরেজ রসায়নবিদ ও বৈদ্যুতিক বাতির উদ্ভাবক জোসেফ সোয়ান।
১৮৭৫- ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা বল্লভভাই প্যাটেল।
১৮৮৭- চীনের রাষ্ট্রনায়ক চিয়াং কাইশেক।
১৯৪৪- মার্কিন সংগীতশিল্পী, গীতিকার, লেখক ও রাজনীতিবিদ কিংকি ফ্রিডম্যান।

মৃত্যু
১৯২৫- ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার মাক্স লিন্ডার।
১৯২৬- আমেরিকান ঐন্দ্রজালিক ও হুডিনি হ্যারি হুডিনি।
১৯৬০- আমেরিকান লেখক ও কবি এইচএল ডেভিস।
১৯৭৫- উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার শচীন দেববর্মণ।

১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লায় জন্ম নেওয়া শচীন ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজপরিবারের সন্তান। তার ছেলে রাহুল দেববর্মণও ভারতের বিখ্যাত সংগীত পরিচালক এবং সুরকার ছিলেন। তার ছাত্রী এবং পরবর্তী সময়ে সহধর্মিণী মীরা দেববর্মণও গীতিকার হিসেবে খ্যাতি অর্জন করেন। তার পুত্রবধূ আশা ভোঁসলে সংগীত জগতের এক উজ্জ্বল নাম। শচীনের গাওয়া অথবা সুর করা গানের মধ্যে রয়েছে- ‘তুমি এসেছিলে পরশু’, ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘কে যাস রে ভাটিগাঙ’, ‘নিশিথে যাইওরে ফুলবনে’, ‘শোনো গো দখিন হাওয়া’, ‘রঙিলা রঙিলা’, ‘ঝিলমিল ঝিলমিল’, ‘নিটল পায়ে’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’, ‘তুমি আর নেই সে তুমি’, ‘টাকডুম টাকডুম বাজে’, ‘আঁখি দু’টি ঝরা’ ইত্যাদি।

১৯৮৬- নোবেল জয়ী আমেরিকান পদার্থবিদ ও রসায়নবিদ রবার্ট সেন্ডারসন মুল্লিকেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।