ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

সঙ্গীতসাধক বারীণ মজুমদারের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
সঙ্গীতসাধক বারীণ মজুমদারের প্রয়াণ বারীণ মজুমদার

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৩ অক্টোবর, ২০১৮, মঙ্গলবার। ১৮ আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৯১ - ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে।
•    ১৯৪৫ - বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
•    ১৯৭৮ - বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।
•    ১৯৮৮ - সিউল অলিম্পিক শুরু।
•    ১৯৯০ - পূর্ব ও পশ্চিম জার্মানির (দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে বিভক্ত হওয়া) একীভূত হয়। সংযুক্ত জার্মানির চ্যান্সেলর হন হেলমুট কোহল।

ব্যক্তি
•    ১৮৯৭ - ফরাসি কবি লুই আরাগঁর জন্ম।
•    ১৮৯৫ - রুশ কবি সের্গেই ইয়েসেনিনের জন্ম।
•    ১৯০৪ - নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেনের।

মৃত্যু
•    ২০০১ - সঙ্গীতসাধক বারীণ মজুমদারের মৃত্যু। ১৯২১ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) পাবনা জেলার রাধানগরে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নিশেন্দ্রনাথ মজুমদার ছিলেন একজন সঙ্গীতশিল্পী ও নাট্যকার এবং মাতা মণিমালা মজুমদার সেতার বাজাতেন। তিনি আগ্রা ও রঙ্গিলা ঘরানার যোগ্য উত্তরসাধক। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৮৩ সালে একুশে পদক এবং ২০০২ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।