ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

সাহিত্যিক মঈনুল আহসান সাবেরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মে ২৫, ২০১৮
সাহিত্যিক মঈনুল আহসান সাবেরের জন্ম সাহিত্যিক মঈনুল আহসান সাবের। ছবি সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৬ মে ২০১৮, শনিবার। ১২ জৈষ্ঠ্য, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৭৩৯ - মোগল সম্রাট মহম্মদ শাহ ও ইরানের নাদির শাহের মধ্যে চুক্তি সম্পাদনের ফলে আফগানিস্তান ভারত থেকে আলাদা হয়ে যায়।
১৮৯৬ - রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাসের অভিষেক।
১৮৯৭ - আইরিশ লেখক ব্রাম স্টকারের বিখ্যাত উপন্যাস ‘ড্রাকুলা’ প্রকাশিত হয়।
১৯৪৮ - দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে।
১৯৭২ - যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন অ্যান্টি ব্যালস্টিক মিসাইল চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৭২ - বাংলাদেশকে হাইতির স্বীকৃতি।
১৯৮১ - পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে।
১৯৯৯ - কাশ্মীরের কারগিলে পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু।

জন্ম
১৭০৩ – স্যামুয়েল, ব্রিটিশ দিনলিপিকার।
১৯০০ - ভিতেস্লাভ নেজভাল, চেক লেখক।
১৯০৯ - স্যার আলেক্সান্ডার ম্যাথিউ বাজবি, স্কটিশ ফুটবল খেলোয়াড় ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার।
১৯৫৮ - মঈনুল আহসান সাবের, বাংলাদেশি সহিত্যিক। কবি আহসান হাবীব তার বাবা। ১৯৫৮ সালের ২৬ মে ঢাকায় জন্ম। উল্লেখযোগ্য গ্রন্থ- পরাস্ত সহিস (১৯৮২), অরক্ষিত জনপদ (১৯৮৩), স্বপ্নযাত্রা (১৯৮৪), আগমন সংবাদ (১৯৮৪), অপেক্ষা (১৯৯২), দুপুর বেলা (১৯৯৫), উপন্যাসসমগ্র (২০০১), কিশোর সমগ্র (২০০৩), ১৬ ডিসেম্বর ১৯৭১ (২০০৩) প্রভৃতি।  

মৃত্যু
১৯০৮ - মির্জা গোলাম আহমদ, বিখ্যাত ভারতীয় মুসলিম নেতা।
১৯৭৬ - মার্টিন হাইডেগার, জার্মান দার্শনিক।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।