ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসের এই দিনে

শহীদ বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্তের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ১১, ২০১৮
শহীদ বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্তের জন্ম শহীদ বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্তের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১২ মে ২০১৮, শনিবার। ২৯ বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৬৬৬ - মুঘল সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে চুক্তি সইয়ের জন্য শিবাজি আগ্রায় আসেন।
১৮৭৮ - ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান ‘সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান’ প্রতিষ্ঠা।
১৯৪৯ - বার্লিন অবরোধের অবসান।
১৯৫৫ - সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার।

জন্ম
১৯০৭ - ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।  
১৯১৩ - ত্রিপুরা সেনগুপ্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী। ১৯১৩ সালের ১২ মে কুমিল্লায় তার জন্ম। বিপ্লবী দলের সদস্য হিসেবে ১৯৩০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। তার আগে প্রস্তুতি পর্বে টেলিগ্রাফ, টেলিফোন অফিসের সংবাদ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় তার ওপর। সেই দায়িত্ব সুচারুরূপে পালন করেন বিপ্লবী ত্রিপুরা দাশগুপ্ত। অস্ত্রাগার লুন্ঠনের ৪ দিন পর সংগঠিত জালালাবাদ পাহাড়ের সম্মুখ যুদ্ধে মাত্র সতের বছর বয়স হলেও বিজয়ীবাহিনীর একজন সেনাপতির দায়িত্ব পালন করেন। ১৯৩০ সালের ২২ এপ্রিল জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন।
১৯৭৯ - মিলা ইসলাম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
১৯৮৭ - কিরন পোলার্ড, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
১৯৮৮ - মার্সেলো ভিয়েরা, ব্রাজিলিয়ান ফুটবলার।

মৃত্যু
১৮৪৫ - আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল, জার্মান কবি, অনুবাদক ও সমালোচক।
১৯৫৭ - এরিক ভন স্ট্রোহেইম, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
২০০১ - ডিডি, ব্রাজিলিয়ান ফুটবলার।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, মে ১২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।