ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইতিহাসে এই দিন ২০ আগস্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
ইতিহাসে এই দিন ২০ আগস্ট

ঘটনা
১৮০২ সালে লর্ড ওয়েলেসলি ‘মানত করে সদ্যোজাত শিশুকে গঙ্গায় ভাসিয়ে  দেওয়া’ নিষিদ্ধ করেন।
১৮২৮ সালে রামমোহন রায়ের উদ্যোগে ‘ব্রাহ্মসভা’ প্রতিষ্ঠিত হয়।


১৮৯৭ সালে নোবেলজয়ী [১৯০২] বিজ্ঞানী রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন।
১৯৪১ সালে সোভিয়েত ইউনিয়নভুক্ত এস্তোনিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।

ব্যক্তি
১৯০১ সালে নোবেলজয়ী [১৯৫৯] ইতালীয় কবি সালভাতোরে কোয়াজিমোদোর জন্ম।
১৯১৩ সালে নোবেলজয়ী [১৯৮১] মার্কিন স্নায়ুবিদ রোগর উলকট স্পেরির জন্ম।
১৯১৫ সালে নোবেলজয়ী [১৯০৮] জার্মান জীবাণুবিদ পল এইরলিখের মৃত্যু।
১৯৬১ সালে নোবেলজয়ী [১৯৪৬] মার্কিন পদার্থবিদ পার্সি ইউলিয়াম ব্রিজম্যানের মৃত্যু।
১৯৭১ সালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান শহীদ হন।

বাংলাদেশ স্থানীয় সময় ০০১০, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।