ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ফিচার

ছবিতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৩, এপ্রিল ২, ২০১৭
ছবিতে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার

বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র থেকে: বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ আন্তর্জাতিক ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের ১৩৬তম আসর শুরু হয়েছে।

শনিবার (০১ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আইপিইউ অ্যাসেম্বলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার
বিশ্বের সর্ববৃহৎ সংসদীয় সংস্থার এ সমাবেশ বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করছে।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার
১৩১টি দেশের এক হাজার ৫শ ৮০ জন বিদেশি অতিথি যোগ দিয়েছেন সম্মেলনে। এর মধ্যে থাকছেন ১শ ১০ জন আইপিইউ স্টাফ, ৮২ জন স্পাউস। থাকছেন ৪৮ জন স্পিকার ও ২৯ জন ডেপুটি স্পিকার।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার
০২ এপ্রিল (রোববার) থেকে আগামী ০৫ এপ্রিল (বুধবার) আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার
সম্মেলন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সাজানো হয়েছে বাহারি সাজে। বিআইসিসি’র প্রাঙ্গণে লাগানো হয়েছে কৃত্রিম শাপলা।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার
‘ফোরাম অব ওম্যান পার্লামেন্টারিয়ান’ শীর্ষক সম্মেলনে নারী সংসদ সদস্যদের ওপর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয় আইপিইউ’র এই সম্মেলনে।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার
বিআইসিসি’র প্রতিটি সম্মেলন কক্ষেই হচ্ছে আইপিইউ’র এক একটি সেশন।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার
প্রতিটি সেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজ ভাষাতেই বক্তব্য উপস্থাপন করছেন। আর সে ভাষা অনুবাদ করে শোনা বা বলার জন্য প্রতিটি দেশেরই একজন অনুবাদক থাকছেন।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার
আইপিইউ অ্যাসেম্বলির ফেয়ার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার
এই মেলায় দেশীয় লোকজ পরিবেশনার মধ্য দিয়ে পাট, বস্ত্র, সিরামিক, গার্মেন্টস, ইলেট্রনিক্স ইত্যাদি রফতানিকারক পণ্যের সমাহার রয়েছে।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলন- ছবি: দীপু মালাকার
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।