ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ফিচার

ডিআইইউ- তে আইন বিভাগে পড়াশোনা

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুন ২৯, ২০১১
ডিআইইউ- তে আইন বিভাগে পড়াশোনা

আইন বিষয়ে শিক্ষার প্রসারে বর্তমানে যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়োজিত রয়েছে তাদের মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এগিয়ে।

এ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সর্বপ্রথম বার কাউন্সিলের স্বীকৃতি লাভ করে।

১৯৯৫ সালের ৭ এপ্রিল দেশে বেসরকারি পর্যায়ে আইন শিক্ষা প্রসারের স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব প্রফেসর ড. এ.বি.এম মফিজুল ইসলাম পাটোয়ারী সম্পূর্ণ একক প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

বর্তমানে প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী নিয়ে আইন অনুষদ কার্যক্রম পরিচালনা করছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছাত্র-ছাত্রীরা এখানে পড়ালেখা করার সুযোগ পায়। চাকুরীজীবীদের সুবিধার্থে এখানে দিবা শাখার পাশাপাশি সান্ধ্যকালীন শাখাতেও পড়ালেখার সুযোগ রয়েছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন অনুষদে বর্তমানে যে কোর্সসমূহে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে সেগুলো হলোঃ চার বছর মেয়াদী এল.এল.বি (সম্মান) দিবা শাখা, চার বছর মেয়াদী এল.এল.বি (সম্মান) সান্ধ্যকালীন শাখা, দুই বছর মেয়াদী এল.এল.বি (পাস) প্রোগ্রাম, এক বছর মেয়াদী এল.এল.এম (মাস্টারস) প্রোগ্রাম, দুই বছর মেয়াদী এল.এল.এম (মাস্টারস) প্রোগ্রাম।

এছাড়া অত্র বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে দুই বছর মেয়াদী মাস্টারস অব হিউম্যান রাইটস ল প্রোগ্রাম রয়েছে। আইন অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আজিজুর রহমান চৌধুরী।

এখানে রয়েছেন সুদক্ষ ২০ জন অভিজ্ঞ শিক্ষক। আইন বিষয়ে শিক্ষার্থীদের সমান ধারণা প্রদানের লক্ষ্যে এখানে আইনের অধ্যাপক, বিচারপতি, বিচারক, আদালতে কর্মরত আইনজীবি, ব্যারিস্টার প্রমূখের সমন্বয়ে একটি শক্তিশালী শিক্ষক শ্রেণী তৈরী করা হয়েছে। ফলে শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় পাঠদান সীমাবদ্ধ থাকে না।   নিয়মিত এখানে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এর আয়োজন করা হয়ে থাকে।


বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৬৬ গ্রীনরোড, ঢাকা-১২০৫।
বাড়ী # ০৪, সড়ক # ০১, ব্লক # এফ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইলঃ ০১৬৭০৭৬১৭১৯, ০১৭৪৭৩৬৬৫১৪, ০১৯৩৯৮৫১০৬০, ০১৭৩২৬০৪৪৩৮।

E-mail: [email protected]

 

Website: www. diu.net.bd



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।