bangla news

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৬-২৮ ৬:৫৮:০০ এএম

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তরার ১৫ নং সেক্টর সংলগ্ন স্থায়ী ক্যাম্পাসের জন্য গত ২৬ জুন জমি ক্রয় করেছে। মঙ্গলবার ২৭ জুন ওই জমির পজেশন বুঝে নিয়ে নামফলক স্থাপন করা হয়েছে।

ঢাকা: অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তরার ১৫ নং সেক্টর সংলগ্ন স্থায়ী ক্যাম্পাসের জন্য গত ২৬ জুন জমি ক্রয় করেছে। মঙ্গলবার ২৭ জুন ওই জমির পজেশন বুঝে নিয়ে নামফলক স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে এক সংক্ষিপ্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মোঃ তাহেরুল ইসলাম পাটোয়ারী, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিওটি-এর এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান, উপাচার্য (ভারপ্রাপ্ত), প্রফেসর ড. এম. আবুল হোসেন শিকদার, ট্রেজারার ও রেজিস্ট্রার (অতিঃ দায়িত্ব), এ বি এম রাশেদুল হাসান এবং বিভিন্ন বিভাগের ডীন, চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময় : ১৬৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ফিচার বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
db 2011-06-28 06:58:00