ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

ফিচার

ইউরোপের প্রথম আন্ডারওয়াটার মিউজিয়াম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ইউরোপের প্রথম আন্ডারওয়াটার মিউজিয়াম

ঢাকা: স্পেনের ক্যান‍ারি দ্বীপের ‘মিউজিও আটলান্টিকো’ ইউরোপ ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের প্রথম ডুবন্ত আর্ট মিউজিয়াম।

সমুদ্রগর্ভস্থ এ মিউজিয়ামে রয়েছে বিভিন্ন আঙ্গিকে বানানো মানুষের ভাস্কর্য।

ইকোসিস্টেম ও সমুদ্র রক্ষায় গণসচেতনতা তৈরির অন্যতম পথ হিসেবে এ জাদুঘর তৈরি।

ল্যাঞ্জারোটি উপকূলে পানির ১৪ মিটার (প্রায় ৪৬ ফুট) গভীরে এ ভাস্কর্যগুলোগুলো সেট করা হয়েছে। ভাস্কর্যগুলো বানিয়েছেন জেসন ডিকেইয়ার্স টেইলর।

মানুষের ভাস্কর্যের পাশাপাশি রয়েছে কিছু রূপক বা প্রতীকী কাজ। যেগুলো বৈশ্বিক বিভিন্ন বিষয় তুলে ধরছে।

শিল্প ও প্রকৃতির সন্নিবেশ ঘটাতে আন্ডারওয়াটার গ্যালারিতে রয়েছে ভাসমান বাগান। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি এ মিউজিয়ামটি স্নরকেলার ও ডুবুরিদের জন্য উন্মুক্ত করা হবে।


এখানে মানুষের আকৃতির ৩৫টি স্ট্যাচু মূল দরজার দিকে এগিয়ে যাচ্ছে। ডুবন্ত মিউজিয়ামের থিমটি হচ্ছে মানুষগুলো যে যার মতো স্বাভাবিকভাবে চলছিলো কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আকস্মিকভাবে বরফ হয়ে যায়।
 
তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।