ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিচার

৭০০ বর্গফুটের জিঞ্জারব্রেট হাউস!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
৭০০ বর্গফুটের জিঞ্জারব্রেট হাউস!

ঢাকা: বড়দিন মাস ডিসেম্বরের শুরুতেই উৎসবের আমেজ বহির্বিশ্বের দেশগুলোতে। সোমবার (৩০ নভেম্বর) চীনের সানক্সি প্রদেশে জিয়ানের এক শপিংমলে প্রায় ৬৫ স্কয়ার মিটার বা প্রায় সাতশো বর্গফুট দৈর্ঘ্যের একটি জিঞ্জারব্রেড হাউস দেখা যায়।



দু’টি বেডরুমসহ বাড়িটি চার সদস্যবিশিষ্ট একটি পরিবারের বসবাসের মতো জায়গা নিয়ে তৈরি। অন্দর ও বাহিরসজ্জায় বোঝা যাচ্ছে ক্রিসমাস এলো বলে।

দশজন স্থপতি ও শেফ মিলে দশদিনব্যাপী বিলাসবহুল জিঞ্জার হাউস তৈরি করেছেন।

২০ হাজার পিস জিঞ্জারব্রেড কুকি, এক হাজার পিস ব্রেড ও এক টন ইতালিয়ান আইসিং সুগার দিয়ে জমকালো অ্যাপার্টমেন্ট গড়ে তোলা হয়।

বাড়ির বাইরের ইয়াম্মি লুক ছাড়াও ভেতরেও রয়েছে বিশেষ আকর্ষণ।

বাড়ির প্রতিটি কক্ষ সাজানো হয়েছে রঙিন ক্যান্ডি ও ক্রিসমাস ট্রি দিয়ে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।