ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

ফিচার

গেল বছরের সাড়া জাগানো ছবিগুলো-৩

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
গেল বছরের সাড়া জাগানো ছবিগুলো-৩

ঢাকা: কথায় আছে, ‘এ পিকচার ইজ ওয়ার্থ এ থাউজেন্ড ওয়ার্ডস’, অর্থাৎ একটি ছবি হাজ‍ারো শব্দের সমান।

বছর শেষের দোরগোড়ায় ২০১৪।

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। নতুন বছরে সবকিছু নতুন করে শুরু করার প্রতিশ্রুতি থাকলেও, গেল বছরের বেশকিছু ঘটনা স্মৃতিতে ঠিকই উঁকি দিয়ে যায়।

সিরিয়া ও যুক্তরাষ্ট্রের অস্থিতিশীলতা, ইউক্রেনে বিক্ষোভ, গাজায় ইসরায়েলি হামলাসহ প্রাণঘাতী ইবোলার মতো নানা ঘটনার সাক্ষী ২০১৪। নতুন বছর শুরুর আগে সেগুলোয় এক ঝলক চোখ বোলানো যাক।

লেখা শুরু হয়েছিলো যে লাইনটি দিয়ে, সেটাই আবার মনে করিয়ে দিই। তারমানে বেশি কথার মোটেও দরকার নেই, শুধু ছবিই যথেষ্ট। তৃতীয় পর্বের ছবিগুলো দেখে নিই।      

গেল বছরের আগস্টে অনাবৃষ্টিতে ক্যালিফোর্নিয়ার অরোভিল লেকের পানি আশঙ্কাজনকহারে কমে যায়। রাজ্য কর্তৃপক্ষের মতে, এর আগে রাজ্যে কখনো এমন পানি খরা দেখা দেয়নি।

যুক্তরাষ্ট্রের ফার্গুসনে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহতের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনতা। ছবিতে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও চোখের যন্ত্রণাদায়ক পদার্থে লেপ্টে আছে এক বিক্ষোভকারীর মুখ।

আগস্টে ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট পদপ্রার্থী প্লাবোও সুবিনাতোর হারের পর উদ্ভূত পরিস্থিতি। বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করছে পুলিশ।

হামাসের ব্যবহৃত একটি আন্ডারগ্রাউন্ড টানেল। রয়টার্স ফটোগ্রাফারের তোলা এ দুর্লভ ছবিতে সশস্ত্র শাখা ইজ এল-দিন আল-কাসাম ব্রিগেডের সদস্যদের দেখা যাচ্ছে।

গেল বছরের অন্যতম প্রধান আরেকটি ঘটনা হলো ইবোলা। ২০১৩ সালের ডিসেম্বরে পশ্চিম আফ্রিকায় সর্বপ্রথম এ প্রাণঘাতী ভাইরাসের সন্ধান মিললেও, মূলত গেল বছরের জুলাইতে এটি স্বরূপে আভির্ভূত হয়। ছবিতে ইবোলায় স্বামীর মৃত্যুতে লাইবেরিয়ার এক স্ত্রীর শোক।

মার্চ মাসে যাত্রী ও বিমান ক্রুসহ ৩৩৯ জনকে নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ বিমান। ছবিতে শোকাহত চীনের এ নাগরিকের বাগদত্তা ছিলেন ওই বিমানে। বিয়ের পর দু’জন মিলে সাজাতে চেয়েছিলেন খালি এ ফ্ল্যাটটি।      

২৬ আগস্ট মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি ঘোষণার পর বন্দুকহাতে শিশুদের উল্লাস। যেন তারা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে জয়লাভ করেছে।

জুনে আইএসআইএস ইরাকের মসুল শহর দখল করে নেয়। এর প্রেক্ষিতে স্থানীয় কুর্দিশ যোদ্ধারা আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে নামে। ছবিতে মসুল শহরের দিকে গ্রেনেড লঞ্চার তাক করা এক কুর্দিশ যোদ্ধা।

লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত এক শিশুকে বুকে নিয়ে এক মমতাময়ী চিকিৎসক।

প্রাণপ্রিয় বোনের মরদেহ নিয়ে নিয়ে যাচ্ছেন মেডিকেল কর্মীরা, পাশে অন্য বোনের রোদন। অক্টোবরে ইবোলা আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটে লাইবেরিয়ান এ নারীর।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

** গেল বছরের সাড়া জাগানো ছবিগুলো-২
** গেল বছরের সাড়া জাগানো ছবিগুলো-১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।