ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

ফিচার

হাতি যখন জিরাফ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
হাতি যখন জিরাফ! ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়/ পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’। ক্ষুধার এ যন্ত্রণা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কাছে যেমন, তেমনি বোধ হয় প্রাণীকূলের সবার কাছেই, নতুবা হাতি কেন জিরাফের মতো সম্মুখ উঁচু করে গাছ থেকে খাবার পাড়তে চাইবে?

শুধু সম্মুখ উঁচুই নয়, সামনের পা দিয়ে গাছ বেয়ে অর্ধেকটা অতিক্রমও করেছে হাতিটি।

আর জিম্বাবুয়ের উত্তরে মানা পুলস পার্ক থেকে ‘ভয়ানক ক্ষুধার্ত’ হাতির এ ছবিটি তুলেছেন জিওভান্নি কাসিনি (৩৫) নামে এক চিত্রগ্রাহক।

দক্ষিণ আফ্রিকা বাসিন্দা কাসিনি চার বছর আগে শখের বসে ছবি তোলা শুরু করেন। পার্কে হঠাৎ হাতির এ ‘ক্ষুধামাখা অগ্নিমূর্তি’ ক্যামেরাবন্দি করতে ভুল করেননি তিনি।

ছবির বিষয়ে কাসিনির বক্তব্য, পড়ন্ত বিকেল, চারদিকে নীরবতা, বাতাসে ধূলা উড়ছে। আমার তিন বন্ধুসহ পার্কের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হাতির এ অবস্থ‍া দেখে সবাই মুহূর্তের মধ্যে থমকে যাই।

পায়ের উপর ভর করে হাতির দাঁড়ানোর ঘটনা বিরল। শুষ্ক মৌসুমের কারণে আশপাশে খাবার কম থাকায় হাতিটি এমন করেছে বলে উল্লেখ করেন কাসিনি।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।